ঘরে বসে মোটা টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে টাটা গ্রুপ, এভাবে আপনিও তুলতে পারেন ফায়দা

বাংলাহান্ট ডেস্ক : ঘরে বসেই বাড়তি উপার্জনের সুযোগ নিয়ে এসেছে টাটা গ্রুপ (Tata Group)। ভারতবর্ষের (India) ব্যবসার (Business) ইতিহাসে টাটা এমন একটি নাম যার সাথে জড়িয়ে রয়েছে বিশ্বাস, ভরসা আর সততা। সেটা টাটা গ্রুপ এবার ফোকাস করেছে শেয়ার মার্কেটে। একে নতুন ভাবে আয়ের সন্ধান দিচ্ছে তারা।

একবার ফের নিজেদের আইপিও আনার পরিকল্পনা করছে টাটা। সূত্রের খবর, টাটা অটোমোবাইলস কোম্পানি তার গ্লোবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও ডিজিটাল পরিষেবা প্রদানকারী টাটা টেকনোলজির ভ্যালুস আনলক করার পরিকল্পনা চালাচ্ছে। বর্তমান বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং অ্যাভিয়েশন সেগমেন্টের ক্রমবর্ধমান বৃদ্ধির কথা মাথায় রেখে আইপিও মূল্যায়ন চলছে।এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০০৪ সালে দিগ্গজ ডাইভার্সিফাইড গ্রুপের TCS এর পর এটি হবে প্রথম আইপিও। এর পাশাপাশি ২০১৭ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখারনের নেতৃত্ব কালে এটি প্রথম আইপিও।

একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, নিজেদের আইপিও তৈরির কাজ শুরু করে দিয়েছে টাটা গ্রুপ। টাটা টেকনোলজিস তাদের জন্য একটি ইনভেস্টমেন্ট ব্যাংক সিটি তৈরি করেছে। যদিও এই বিষয়টি এখনো অনেকের কাছে স্পষ্ট নয়। এরপর আরো অনেক দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হতে পারে বলে খবর।

RATAN TATA 1111

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, টাটা টেকনোলজির ৭৪ শতাংশ অংশীদার হল টাটা মোটরস। কোম্পানির বর্তমান সদর দপ্তর অবস্থিত পুনেতে। বিশ্বের ১৮ টি দেশে নিজেদের ব্যবসা ছড়িয়েছে টাটা টেকনোলজি। এছাড়াও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে ১৮টি বিতরণ কেন্দ্র।এদের মধ্যে রয়েছে ব্যাংকক, সিঙ্গাপুর, টোকিও, হ্যানয়, ইউরোপের অনেক দেশ এবং উত্তর আমেরিকার ডেট্রয়েটও। বর্তমানে প্রায় নয় হাজার তিনশ কর্মচারীর কর্মসংস্থান করে এই কোম্পানি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর