এক্কেবারে রেডি ২০ হাজার কোটির প্ল্যান! নয়া ব্যবসার প্ল্যান TATA’র, হায় হায় করবেন আম্বানি, আদানিরা

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্সের কর্ণধার মুকেশ। ভারত তো বটেই, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে রিলায়েন্সের সাম্রাজ্য। মুকেশের পাশাপাশি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতের অন্যতম ধনী ও আলোচিত ব্যবসায়ী। মুকেশের মতোই গোটা বিশ্বজুড়ে গৌতম আদানিরও সাম্রাজ্য চোখে পড়ার মতো।

টাটা গোষ্ঠীর (Tata Group) নয়া প্ল্যান

তবে ভারতের শিল্প জগতের এই দুই প্রধান সংস্থাকে টেক্কা দিতে বাজারে নামছে টাটা গোষ্ঠী (Tata Group)। অনেকেরই ধারণা টাটার এই নতুন সিদ্ধান্তে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়বে মুকেশ (Mukesh Ambani), গৌতমের (Gautam Adani)। জানা যাচ্ছে, টাটা পাওয়ার (TATA Power) এবার বড় অংকের বিনিয়োগ করতে চলেছে গ্রীন এনার্জি (Green Energy) সেক্টরে।

   

আরোও পড়ুন : চিন্তা শেষ! গাড়ির ধোঁয়া পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, ধন্য ধন্য করছেন গাড়ি মালিকরা!

সূত্রের খবর, নতুন এই বিনিয়োগের (Investment) ব্যাপারে ইতিমধ্যেই টাটা গোষ্ঠী (Tata Group) তোড়জোড় শুরু করেছে। সংস্থার ১০৫তম বার্ষিক সাধারণ সভায় টাটা পাওয়ার কোম্পানি লিমিটেডের (TATA Power Company Limited) চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড চলতি আর্থিক বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে।

আরোও পড়ুন : ১ বছরেই টাকা ডবল! ১০২.০৫% রিটার্ন! অবাক লাগছে? এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেই দেখুন

এই বিনিয়োগের অধিকাংশ অর্থ আরো শক্তিশালী করবে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবসাকে। বাকি অর্থ ব্যবহার করা হবে ট্রান্সমিশন ও বিতরণ কার্যক্রমের জন্য। চন্দ্রশেখরন আরো জানান, সরকারের থেকে অনুমতি পাওয়ার পর ছোট মডিউলার পারমাণবিক চুল্লিগুলির সুযোগের সন্ধান করবে সংস্থা। এছাড়াও অন্যান্য রাজ্যে নতুন ভাবে কিছু করা যায় কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হবে।

TATA qulnr

 

২০৩০ সালের মধ্যে ২.৩ লক্ষ কোটি টাকা গ্রীন এনার্জি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে টাটা (Tata Group)। গ্রিন হাইড্রোজেন উৎপাদন ক্ষেত্রেই শুধু ব্যবহার হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। যদিও এই ব্যবসায় খুব একটা পিছিয়ে নেই মুকেশ আম্বানিও। গ্রীন এনার্জি (Green Energy) খাতে ছয় লক্ষ কোটি টাকা আগামী ১৫ বছরের মধ্যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে রিলায়েন্স।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর