ফের কল্পতরু রতন টাটা! ঘুরবে ভাগ্যের চাকা, দীপাবলীর আগেই কপাল খুলবে ৫০ হাজার মানুষের

বাংলাহান্ট ডেস্ক: আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারপর একে একে রয়েছে দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটা। সব মিলিয়ে অক্টোবর মাস থেকে গোটা দেশে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। তবে ধারণা করা হচ্ছে দীপাবলীর আগেই দেশের ৫০ হাজার মানুষের ভাগ্যে আসতে চলেছে পরিবর্তন।

টাটা গোষ্ঠীর (Tata Group) দৌলতে খুলবে ভাগ্য

উৎসবের মরশুমে হাজার হাজার কর্মসংস্থান করতে চলেছে টাটা গোষ্ঠী (Tata Group)। রতন টাটার (Ratan Tata) এই পদক্ষেপে নিঃসন্দেহে মুখে হাসি ফুটবে দেশের চাকরি প্রার্থীদের। আসলে ভারতের মাটিতে আইফোন তৈরির উদ্যোগ শুরু করতে চলেছে টাটা (Tata Group)। এতদিন ভারতে আইফোন আমদানি হত বিদেশ থেকে।

আরোও পড়ুন : মানিক অতীত! এবার কপাল খুলছে পার্থর? নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট

তবে জানা যাচ্ছে, এবার ভারতের মাটিতেই তৈরি হবে অ্যাপেলের iphone 16। সম্প্রতি আইফোন 16 লঞ্চ হয়েছে। ভারতেও ক্রমাগত জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আইফোনের। এই পরিস্থিতিতে টাটা ইলেকট্রনিক্স চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের মাটিতে আইফোন প্রস্তুত করতে। সূত্রের খবর, চলতি বছরে নভেম্বর মাস থেকেই ভারতে আইফোন তৈরি শুরু করে দিতে পারে টাটা।

আরোও পড়ুন : জেলবন্দি অবস্থাতেই জোর ঝটকা! বিরাট পদক্ষেপ নিতে পারে ED, রাতের ঘুম উড়ল সন্দীপের

সূত্রের খবর, নভেম্বর থেকে আইফোন নির্মাণের কাজ শুরু হবে তামিলনাড়ুর ২৫০ একর জমির উপর তৈরি হোসুর প্ল্যান্টে। টাটা এই প্রজেক্টের জন্য বিনিয়োগ করেছে ৬ হাজার কোটি টাকা। জানা গেছে, ইতিমধ্যে এই প্ল্যান্টে কাজ করেন প্রায় ১৫ হাজার কর্মী। আইফোন তৈরি শুরু হলে এখানে আরও ৫০ হাজার নতুন কর্মংস্থানের সুযোগ তৈরি হবে।

Apple iPhone 14 Tata Group

টাটা গোষ্ঠী (Tata Group) ভারতের শিল্প জগতে এক অগ্রগন্য সংস্থা। শুধু ব্যবসা নয়, সমাজের প্রতিটি স্তরে টাটা গোষ্ঠী রেখেছে দক্ষতার ছাপ। কর্মসংস্থানের ক্ষেত্রে টাটা গোষ্ঠী ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু যুগ থেকে। এবার ফের প্রায় ৫০ হাজার মানুষের কর্মংস্থানের সুযোগ করে দিতে চলেছে টাটা গোষ্ঠী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর