এবার Bisleri-র স্বাদ নিতে প্রস্তুত টাটা গ্রূপ! অংশীদারিত্বের জন্য দেওয়া হল প্রস্তাব

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি সামনে এসেছে যে এবার iPhone উৎপাদনের সাথে নাম জুড়তে চলেছে টাটা গ্রূপের (Tata Group)। সেই রেশ যেতে না যেতেই এবার ফের আরও একটি প্রস্তুতি নিতে চলেছে টাটা গ্রূপ। জানা গিয়েছে, ওই গ্রূপ এবার বিসলেরি ইন্টারন্যাশনালের (Bisleri International) শেয়ার কেনার চেষ্টা করছে। এই প্রসঙ্গে ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন এমন আধিকারিকরা জানিয়েছেন, টাটা গ্রুপ এবার ভারতের বৃহত্তম প্যাকেজড ওয়াটার কোম্পানি বিসলেরি ইন্টারন্যাশনালের একটি অংশীদারিত্ব কেনার প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য যে, বিসলেরি ইন্টারন্যাশনাল হল রমেশ চৌহানের মালিকানাধীন একটি কোম্পানি।

ওই প্রতিবেদনে একজন আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে, এটি টাটা গ্রূপকে এন্ট্রি-লেভেল, মিড-সেগমেন্ট এবং প্রিমিয়াম প্যাকেজড ওয়াটার ক্যাটাগরিতে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার সেক্টরে ব্যাপকভাবে যোগদান করার সুযোগ দেবে। এছাড়াও, এই ব্যবসায় প্রবেশের ফলে টাটার খুচরো দোকান, কেমিস্ট চ্যানেল, ইনস্টিটিউশনাল চ্যানেল, হোটেল এবং রেডি-টু-গো মার্কেটের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। জানিয়ে রাখি যে, বিসলেরি মিনারেল ওয়াটার বাল্ক ওয়াটার ডেলিভারির ব্যবসায় একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড।

টাটা কনজিউমার কৌশলগত অধিগ্রহণের সন্ধানে রয়েছে: টাটা গ্রুপের টাটা কনজিউমার বিজনেসের চিফ এক্সিকিউটিভ সুনীল ডি’সুজা সম্প্রতি একটি পোস্ট আর্নিং ইনভেস্টর কলে বলেছেন যে, টাটা কনজিউমার বিজনেস সক্রিয়ভাবে কৌশলগত অধিগ্রহণের সন্ধান করছে। টাটা কনজিউমারের মধ্যে রয়েছে স্টারবাকস ক্যাফে, টেটলি টি, এইট ও’ ক্লক কফি, সোলফুল সিরিয়াল, লবণ এবং ডাল। এছাড়াও, NourishCo-এর অধীনে টাটা কনজিউমারের নিজস্ব বোতলজাত জলের ব্যবসাও রয়েছে।

ভারতে বিসলেরির ব্যবসা: এই প্রসঙ্গে বিসলেরির ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, সারা ভারতে বিসলেরির ১৫০ টিরও বেশি উৎপাদন কারখানা এবং ৫ হাজারটি ট্রাক সহ ৪ হাজারটিরও বেশি ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক রয়েছে। মিনারেল ওয়াটার ছাড়াও, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রিমিয়াম বেদিকা হিমালয়ান স্প্রিং ওয়াটারও বিক্রি করে। এছাড়াও, এটি হ্যান্ড পিউরিফায়ারের একটি ছোট ব্যবসা ছাড়াও কার্বনেটেড পানীয়র পাশাপাশি সোডা এবং ফ্রুট ড্রিংকস বিক্রি করে। সর্বোপরি গ্রাহকদের কাছে সরাসরি পণ্য সরবরাহ করার জন্য সংস্থার Bisleri@Doorstep নামের একটি নিজস্ব অ্যাপ রয়েছে।

64f683d49587a22966517c8920a8cfb01663058727089121 original

নেসলে এবং ড্যানোনও স্টক কেনার চেষ্টা করেছে: জানিয়ে রাখি যে, বিসলেরির কর্ণধার রমেশ চৌহান একবার বলেছিলেন যে, তিনি যদি বিসলেরির একটি অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেন তবে সেটি একটি ভারতীয় ব্র্যান্ডের কাছেই বিক্রি করা হবে। এর আগে ২০০২ সালে বহুজাতিক সংস্থা নেসলে এবং ড্যানোন বিসলেরির সাথে অংশীদারিত্ব করার চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর