টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার তুলছে ঝড়! মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এখন শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব। মূলত, টাটা গ্রুপের কোম্পানি অটোমোটিভ স্ট্যাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলির শেয়ারে একটি শক্তিশালী বৃদ্ধি ঘটেছে।

টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার (Share Market) তুলছে ঝড়:

এই মাল্টিব্যাগার কোম্পানির শেয়ার ৫ বছরে ৩,৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। এই সময়ে কোম্পানির শেয়ার ১২ টাকা থেকে বেড়ে ৪৬০ টাকা হয়েছে। অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত এই কোম্পানির শেয়ারের (Share Market) ৫২-সপ্তাহের উচ্চ স্তর হল ১,০৯৪ টাকা। এদিকে, ওই কোম্পানির শেয়ারের ৫২-সপ্তাহের নিম্ন স্তর হল ৪২৪.৮০ টাকা। ইতিমধ্যেই কোম্পানির মার্কেট ক্যাপ ৭৪৫ কোটি টাকা ছাড়িয়েছে।

Tata Group Share Market company update.

১ লক্ষ টাকা থেকে ৩৭ লক্ষ টাকা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২৭ মার্চ, ২০২০ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১২.৬০ টাকা। এদিকে টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার (Share Market) ২৮ মার্চ, ২০২৫-এ ৪৬৯.৬৫ টাকায় বন্ধ হয়েছে।

আরও পড়ুন: চিনের প্রশংসার মধ্যেই লুকিয়ে “ফন্দি”? কী প্ল্যান করছে বেজিং? ভারতকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞের

গত ৫ বছরে, অটোমোটিভ স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলির শেয়ার (Share Market) ৩৬৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ, যদি একজন ব্যক্তি ২৭ মার্চ, ২০২০ তারিখে এই কোম্পানির শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তাঁর সেই বিনিয়োগের বর্তমান মূল্য ৩৭.২৭ লক্ষ টাকা হত।

আরও পড়ুন: ৩ টি ODI, ৫ টি T20! চলতি বছরেই ফের অস্টেলিয়া সফরে টিম ইন্ডিয়া, জেনে নিন পুরো শিডিউল

কোম্পানির শেয়ার ১,৩০০ শতাংশের বেশি বেড়েছে: টাটা গ্রুপের কোম্পানি অটোমোটিভ স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলির শেয়ার গত ৪ বছরে চমৎকার রিটার্ন দিয়েছে। কোম্পানির শেয়ারের (Share Market) দর এপ্রিল, ২০২১-এ ছিল ৩৩.৪৫ টাকা। তবে, এই শেয়ার ২৮ মার্চ, ২০২৫-এ ৪৬৯.৬৫ টাকায় বন্ধ হয়। গত ২ বছরে কোম্পানিটির শেয়ার ৭০ শতাংশের বেশি বেড়েছে। তবে, অটোমোটিভ স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলির শেয়ার গত ছয় মাসে ৩৯ শতাংশের বেশি কমেছে। এই বছর এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারে ২৮ শতাংশের বেশি পতন পরিলক্ষিত হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X