বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতের গাড়িপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। টাটা গ্রুপের হাত ধরে ভারতের গাড়ি বাজারে এন্ট্রি নিতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। দীর্ঘদিন ধরেই ভারতের টাটা গোষ্ঠীর সাথে সুসম্পর্ক রয়েছে টেসলার (Tata Group-Tesla)। এবার দেশের বাজারে টেসলার আগমনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে চলেছে টাটা।
টাটা গোষ্ঠীর সাথে টেসলার (Tata Group-Tesla) সুসম্পর্ক
টাটা গ্রুপের বেশ কয়েকটি সংস্থা গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতি সরবরাহ করে থাকে মার্কিন এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা সংস্থাকে। টেসলার ইলেকট্রিক গাড়ির বেশকিছু ইঞ্জিনিয়ারিং পণ্য সরবরাহের দায়িত্ব রয়েছে Tata Autocomp-এর কাঁধে। পাশাপাশি গাড়ির ডিজাইন এমনকি প্রোডাকশনের পরিষেবা দিয়ে থাকে Tata Technologies।
আরও পড়ুন : ‘বাড়ি থেকে বের করে মারব’, ‘চমকে দিলে প্রস্রাব করে ফেলবে’, দেদার হুঁশিয়ারি দিলীপ ঘোষের
আবার অন্যদিকে, সার্কিট বোর্ড প্রযুক্তি এবং অন্যান্য সফটওয়্যার সংক্রান্ত সলিউশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে TCS। একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতে নিজস্ব ফ্যাক্টরি তৈরি করতে উদ্যোগী টেসলা। সেক্ষেত্রে ভারতের মাটিতে টেসলার উৎপাদন ইউনিট তৈরি হলে টাটা গোষ্ঠীর (Tata Group-Tesla) এই সংস্থাগুলি আরও বেশি লাভবান হতে চলেছে ভবিষ্যতে।
আরও পড়ুন : ‘অধিনায়ক’ অভিষেকের পোস্টারের পাল্টা! রাতারাতি মমতার ‘সর্বাধিনায়িকা’ পোস্টার ঘিরে তুঙ্গে তরজা
পাশাপশি ভারতের (India) প্রযুক্তি ইন্ডাস্ট্রিতেও তৈরি হবে নতুন সম্ভাবনা। সূত্রের খবর, ভারতের একাধিক রাজ্যে উৎপাদন ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। মার্কিন এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা কারখানা প্রতিস্থাপনের উদ্দেশ্যে ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানের মতো রাজ্যগুলির সাথে।
শুধু গাড়ি তৈরি নয়, ভারতীয় সংস্থাগুলির থেকে ব্যাটারি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যমাত্রাও নিয়েছে টেসলা। এলন মাস্কের এই সংস্থা ভারতের (India) বাজারে প্রত্যক্ষ বিনিয়োগ করলে অদূর ভবিষ্যতে নতুন উচ্চতায় যেতে চলেছে দেশের স্টার্টআপ এবং ইলেকট্রনিক্স শিল্প।
ভারতের Samvardhana Madrasan, Suprajit Engineering, Sona BLW Precision Forgings, Varroc Engineering, Bharat Forge ইত্যাদি সংস্থাগুলির থেকে ইতিমধ্যেই গাড়ি তৈরির সরঞ্জাম কেনার জন্য গাঁটছড়া বেঁধেছে মার্কিন এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা। তাইওয়ানের বাইরেও সম্প্রতি নিজেদের গাড়ির যন্ত্রাংশ তৈরির সিদ্ধান্ত নিয়েছে টেসলা। বিশেষজ্ঞদের আশা, ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে তাই আগামী দিনে বড় সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে ভারতের স্টার্টআপ এবং ইলেকট্রনিক্স সংস্থাগুলি।