Jio-র থেকেও ফাস্ট! দুরন্ত গতির ইন্টারনেট আনছে টাটা গ্রুপ, চুক্তি ১৫ হাজার কোটির

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলিকে কড়া টক্কর দিতে প্রস্তুত সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। তবে অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে বিএসএনএল। এই মুহূর্তে অন্যান্য সমস্ত টেলিকম কোম্পানিগুলি সারা দেশ জুড়ে ৫ জি পরিষেবা চালু করলেও বিএসএনএল এখনও  আটকে রয়েছে ৩ জি তেই।

আর বেশি দিন দেরি নেই, এবার খুব তাড়াতাড়ি  বিএসএনএলেরও হাত ধরে চালু হতে চলেছে ৪ জি পরিষেবা। আর এই কাজে বিএসএনএল-এর হাতে হাত মিলিয়েছে টাটা গোষ্ঠী (Tata Group)। এই মুহূর্তে টাটা গ্রুপের টিসিএস কাজ করছে বিএসএনএল-এর সাথে।  যার জন্য ইতিমধ্যেই বিএসএনএল-এর সাথে টাটা গোষ্ঠীর ১৫ হাজার কোটি টাকার চুক্তিও সম্পন্ন  হয়েছে।

প্রসঙ্গত ভারতীয় শিল্পপতি রতন রতন টাটার টাটা কনসালটেন্সি সার্ভিসের বর্তমান মার্কেট ক্যাপ হলো ১৪.০৮ লক্ষ কোটি টাকা। বিএসএনএলের ৪ জি পরিষেবা সারা দেশ জুড়ে চালু করার জন্য সরকারের সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিমেটিক্স-র সাথে টাটা গ্রুপ তাদের ফোরজি নেটওয়ার্কের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। এছাড়া একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি ভারতবর্ষের এক হাজারেরও বেশি গ্রামে চালু হয়ে যাবে সেরা মোবাইল কানেকশন।

আরও পড়ুন: ‘কীভাবে ওই টাকা…’! নিয়োগ দুর্নীতি মামলায় বেজায় ক্ষুব্ধ হাই কোর্ট, ED-কে চরম নির্দেশ জাস্টিস সিনহার!

এই মুহূর্তে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে জেলা স্তরে কাজ করছে BSNL। ইতিমধ্যেই টাটা গ্রূপের সাথে চুক্তি হয়েছে ১৫,০০০ কোটি টাকার। আর এই চুক্তির অংশ হিসেবেই এই দুই কোম্পানি উন্নত মানের মোট চারটি বড় ডেটা সেন্টার স্থাপন করতে চলেছে। উল্লেখ্য, শুধু ৪জি নয়, সেইসাথে আগামীদিনে ৫জি পরিষেবাও চালু করবে BSNL। বর্তমানে মোট ১ লক্ষ সাইটে ৪ জি নেটওয়ার্ক ইনস্টল করার পরিকল্পনা করেছে BSNL।

Tata Group saved India from shame by setting a great example again

এছাড়া আরও ৯,০০০ জায়গায় টাওয়ার স্থাপন করার কাজ চলছে। রিপোর্ট অনুযায়ী TCS এবং তার সাথে Tejas Networks, BSNL থেকে ৪জি নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রায় ১৯,০০০ কোটি টাকার অর্ডার পেয়েছে। জানা যাচ্ছে এই নেটওয়ার্ক থেকেই আগামী দিনে ৫ জি নেটওয়ার্কে আপগ্রেড করা যাবে। সব ঠিক থাকলে চলতি বছরের আগামী মাস থেকেই সারাদেশে বিএসএনএল-এর ৪ জি পরিষেবা চালু হবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর