বাংলাহান্ট ডেস্কঃ প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। লাগাতার উর্দ্ধমুখী হয়েই চলেছে জ্বালানি তেলের দাম। আর এই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে পরছে সাধারণ মানুষ। তাই পেট্রোল-ডিজলে চালিত পরিবহনের পরিবর্তে বর্তমান সময়ে ইলেক্ট্রিক পরিবহন ব্যাবহারের উপর বেশি জোর দিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে দেশবাসীর সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিতে চলেছে টাটা পাওয়ার (Tata Power)।
পেট্রোল পাম্পের পাশাপাশি চার্জিং স্টেশন (EV charging stations) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে টাটা। খুব শীঘ্রই দেশের ১০০ টি শহরে ৫০০ টি সার্বজনিক চার্জিং স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে টাটা সংস্থা। হাইওয়ে, শপিং মল, থিয়েটার, মেট্রোর নিকটবর্তী এলাকাতেও চার্জিং স্টেশনে স্থাপন করবে টাটা পাওয়ার্স- এমনটাই জানা গিয়েছে।
জানা গিয়েছে, ভারত সরকারের NEMMP-এর আওতায় টাটা HPCL-এর সঙ্গে পার্টনারশিপ করবে। টাটার কথায় এটা স্পষ্ট যে, এবার চীনকে বয়কট করে আঞ্চলিক সাপোর্ট সিস্টেমের উপর ভরসা করতে চাইছে টাটা। জানা গিয়েছে, HPCL পেট্রোল পাম্পগুলিতে চার্জিং স্টেশন তৈরি করবে টাটা পাওয়ার্স।
সূত্রের খবর, একটি মোবাইল এপ্লিকেশন তৈরি করা হবে এই চার্জিং স্টেশনে আগত গ্রাহকদের জন্য। যার মাধ্যমে গাড়ির চালক, চার্জিং স্টেশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। HPCL-র সঙ্গে মিলিত ভাবে ১৮ হাজার চার্জিং স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার লক্ষ্য নিয়েছে টাটা পাওয়ার্স। যার ফলে কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হবে সাধারণ মানুষ। জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে দেশবাসী।