Tata Motors-এর বিরাট চমক! ২০২৫-এই বাজারে এন্ট্রি নিচ্ছে ২ টি দুর্ধর্ষ SUV, গ্রাহকদের মধ্যে শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Tata Motors। যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি বাজারে নিয়ে আসে এই সংস্থা। এমতাবস্থায়, আপনিও যদি অদূর ভবিষ্যতে একটি নতুন SUV কেনার পরিকল্পনা করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

Tata Motors নিয়ে এল বড় চমক:

আসলে, দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tata Motors ২০২৫ সালে তাদের নতুন SUV মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি যে, কোম্পানির আসন্ন মডেলগুলির মধ্যে বৈদ্যুতিক SUV-ও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Tata Motors 2 SUVs are entering the market.

Tata Harrier EV: জানিয়ে রাখি যে, Tata Motors তার জনপ্রিয় SUV Harrier-এর বৈদ্যুতিক ভেরিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Harrier EV প্রথম ২০২৪ সালের অটো এক্সপোতে কনসেপ্ট ফর্মে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ওমর আবদুল্লাহ-শ্রেয়া ঘোষাল-আনন্দ মাহিন্দ্রা সহ এই ১০ জনকে বড় “চ্যালেঞ্জ” দিলেন প্রধানমন্ত্রী মোদী

SUV-তে ফিচার্স হিসেবে, একটি ১২.৩-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এই EV একবার চার্জে প্রায় ৫০০ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দিতে পারে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! TreasureNFT-র হাত ধরেই হবেন মালামাল, রইল বিস্তারিত তথ্য

Tata Sierra EV: এবারে আপনাদের জানাবো Tata Sierra EV প্রসঙ্গে। Tata Sierra EV ২ দশক পর ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ প্রায় প্রোডাকশনের আকারে সামনে এসেছে। জানিয়ে রাখি যে, এই মডেলটি EV এবং ICE উভয় অবতারেই উপলব্ধ হবে। Tata Sierra-র টেস্টিংয়ের ছবি অনেকবার দেখা গেছে। Tata Sierra-কে Tata Motors- এর লাইন-আপে Harrier-এর নিচে রাখা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর