OMG! ২.৫ লাখেরও বেশি ছাড়! ধামাকাদার অফার নিয়ে হাজির Tata Motors! মিস করলেই বড় লস

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরসুম প্রায় শেষের দিকে। আর উৎসবের মরশুম শেষ হতে না হতেই ঝুড়ি ঝুড়ি ডিসকাউন্ট নিয়ে হাজির টাটা মোটরস (Tata Motors)। তাদের গাড়িগুলিতে বিপুল অঙ্কের ছাড় দিচ্ছে টাটা মোটরস সংস্থাটি। Harrier, Safari, Nexon এবং Punch-থেকে শুরু করে বেশ কিছু মডেল রয়েছে এই ছাড়ের তালিকায়।

বাম্পার অফার দিচ্ছে টাটা মোটরস (Tata Motors)

নভেম্বরে গাড়ি কিনলে সর্বোচ্চ ২.৭৫ লক্ষ পর্যন্ত ডিসকাউন্ট (Discount) মিলবে বলে জানিয়েছে টাটা মোটরস (Tata Motors)।Harrier এবং Safari-তে বিশাল অঙ্কের ছাড় দিচ্ছে টাটা মোটরস। MY2023 প্রি-ফেসলিফট মডেলে ২.৭৫ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। MY2023 ফেসলিফট মডেলে দেওয়া হচ্ছে ১.৭৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

tata motors

২৫,০০০ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে MY2024 মডেলে।Nexon-এ দুর্দান্ত অফার দিচ্ছে টাটা মোটরস (Tata Motors)। যদিও কোনো ছাড় নেই Nexon CNG তে। MY2023 প্রি-ফেসলিফট মডেলে মিলছে ১.৩৫ লক্ষ পর্যন্ত ছাড়। MY2023 ফেসলিফট মডেলে ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড়। MY2024 মডেলে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

আরোও পড়ুন : ‘চার সপ্তাহের মধ্যে..,’ TET নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের, চাপে কমিশন?

Pure এবং Smart ভ্যারিয়েন্টগুলিতে মিলছে ২৫,০০০ টাকার ও ১০,০০০ টাকার ছাড়। Tiago’তে ছাড় দিচ্ছে টাটা মোটরস। MY2023 মডেলে ১.১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় এবং MY2024 মডেলে ২৫,০০০ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে Tigor XE ভ্যারিয়েন্টে। Altroz এবং Punch-এর মধ্যে Altroz MY2023 মডেলে দেওয়া হচ্ছে ১.০৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

Tata Motors Cars Get Huge D

Altroz MY2024 মডেলে ৩০,০০০ পর্যন্ত ছাড় মিলবে। Punch MY2023 মডেল পাওয়া যাবে ৪০,০০০ টাকা ডিসকাউন্টে। Punch MY2024 মডেল মিলবে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এসব ছাড়াও, ছাড়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে গাড়ির ভ্যারিয়েন্ট ও অবস্থানের উপর ভিত্তি করে। তাই আপনি যদি গাড়ি (Car) কিনতে আগ্রহী হন তাহলে নিকটবর্তী টাকা ডিলারশিপে যোগাযোগ করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর