বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। এদিকে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ EV (Electric Vehicle) সামনে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এমতাবস্থায়, আপনিও যদি আগামী দিনে একটি নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
Tata Motors আনছে 2 টি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle):
জানিয়ে রাখি যে, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে Tata Motors যথেষ্ট এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই এই সংস্থার EV (Electric Vehicle)-গুলি তুমুল জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে। এমতাবস্থায়, Tata Motors জানুয়ারিতে সম্পন্ন হতে চলা ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ তার 2 টি নতুন বৈদ্যুতিক গাড়ি সামনে আনার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানির আসন্ন মডেলগুলি হবে Tata Harrier EV এবং Tata Sierra EV। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই 2 টি EV (Electric Vehicle) সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত Apple-এর! বাজার থেকে তুলে নেওয়া হল iPhone 14 সহ এই মডেলগুলি, অবাক করবে কারণ
Tata Harrier EV: Tata Motors আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ তার জনপ্রিয় SUV Harrier-এর বৈদ্যুতিক ভেরিয়েন্ট (Electric Vehicle) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি যে, Tata Harrier EV 2025 সালের মার্চের মধ্যে গ্রাহকদের কাছে বিক্রির জন্য উপলব্ধ হবে। ডিজাইনের দিক থেকে, এই EV-তে একটি সম্পূর্ণ কাভার্ড আপার গ্রিল এবং 18-ইঞ্চির অ্যারোডাইনামিক হুইল থাকবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Tata Harrier EV সিঙ্গেল চার্জে 500 কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করতে পারে।
আরও পড়ুন: সব আশা শেষ? WTC ফাইনালে পৌঁছে গেল এই দল, মাথায় হাত ভারতের
Tata Sierra EV: অপরদিকে, Tata Motors সংস্থার আরেকটি EV (Electric Vehicle) হিসেবে Tata Sierra EV-কেও সামনে আনতে পারে। অনুমান করা হচ্ছে যে, Tata Sierra EV ভারতের বাজারে 2025 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ করা হবে। ডিজাইনের ক্ষেত্রে, এই EV-তে LED DRL, ভার্টিক্যালি স্ট্যাকড প্রোজেক্টর LED হেডলাইটস, ফ্লাশ ডোর হ্যান্ডেল এবং স্টার প্যাটার্ন অ্যালয় হুইল উপলব্ধ হবে। Tata Sierra EV-ও সিঙ্গেল চার্জে প্রায় 500 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।