বাংলা হান্ট ডেস্কঃ গাড়ির মার্কেটে বর্তমানে উল্লেখযোগ্যভাবে বাণিজ্যের বিস্তার ঘটিয়ে চলেছে টাটা মোটরস সংস্থা। জনপ্রিয়তার নিরিখে দেশে অন্যতম শ্রেষ্ঠ গাড়ি তৈরি করে চলেছে তারা আর বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে গাড়ি বিক্রিতে এক নতুন রেকর্ড তৈরি করল টাটা গোষ্ঠী। যাত্রীবাহী ও ইলেকট্রিক, এই দুই বিভাগেই রেকর্ড গাড়ি বিক্রি করেছে তারা। যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে যেমন Punch, Nexon, Tiago, Tigor, Altroz মডেলগুলি সাফল্য পেয়েছে ঠিক অপরদিকে ইলেকট্রিক ক্ষেত্রে মানুষের মন জয় করে নিয়েছে Nexon EV, Nexon EV Max মডেলগুলি।
পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে গাড়ি বিক্রির ক্ষেত্রে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে টাটা মোটরস। গত মাসে মোট 43341 টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে তারা। গত বছরের মে মাসের সঙ্গে তুলনা করতে গেলে যার পরিমাণ প্রায় 185 শতাংশ বেশি বলে দাবি করা হয়েছে। সূত্রের দাবি, 2021 সালে মে মাসে মোট 15181 টি গাড়ি বিক্রি করে তারা। এক্ষেত্রে এ বছরের এপ্রিল মাসে গাড়ি বিক্রির সংখ্যা ছিল 41587। এক্ষেত্রেও প্রায় 2000 টি গাড়ি বেশি বিক্রি হয়েছে মে মাসে।
যাত্রীবাহী গাড়ির পাশাপাশি ইলেকট্রিক ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করেছে টাটা মোটরস। গত মাসে তাদের ইলেকট্রিক গাড়ি বিক্রির সংখ্যা ছিল 3454 টি। এক্ষেত্রেও গত বছরের মে মাসে বিক্রি হওয়া গাড়ির তুলনায় যে সংখ্যা অনেক বেশি। সূত্রের দাবি, গত বছরের এই মাসে মোট 476 টি ইলেকট্রিক গাড়ি বিক্রয় হয় আর এই বছর সেই সংখ্যা প্রায় 7 গুন বেশি বৃদ্ধি পায়।
তবে এই সাফল্য শুধুমাত্র যাত্রীবাহী এবং ইলেকট্রিক গাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল না, গত মে মাসে পণ্যবাহী বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে দেশবাসীর মন জয় করেছে তারা। যেখানে গত বছর মে মাসে গাড়ি বিক্রয়ের সংখ্যা যেখানে 15000 টপকাতে পারেনি, সেখানে এবছর মে মাসে সেই পরিমাণ দাঁড়িয়েছে 32818 টি। সব মিলিয়ে দেখতে গেলে গত বছরের মে মাসে দেশের বাজারে যেখানে 24552 টি গাড়ি বিক্রয় করে টাটা মোটরস, সেখানে এই বছরের মে মাসে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় 74755 টি।