ভারতে Tesla আসার তোড়জোড় শুরু হতেই Tata-র মাস্টারস্ট্রোক! জলের দরে মিলছে একের পর এক EV

বাংলা হান্ট ডেস্ক: ইলন মাস্কের টেসলা ইলেকট্রিক গাড়ি এখনও ভারতে আসেনি। তবে রিপোর্ট অনুযায়ী, আগামী এপ্রিল মাস থেকে ভারতে জার্মানির তৈরি টেসলা গাড়ি বিক্রি শুরু করবে এই সংস্থা। মূলত, ওই কোম্পানিটি তাদের সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে। যেগুলির দাম প্রায় ২১ লক্ষ টাকা হতে পারে। এদিকে, Tata Motors, বৈদ্যুতিক চার চাকার সেগমেন্টে দেশের বৃহত্তম সংস্থা হিসেবে বিবেচিত হয়। এবার এই সংস্থা গ্রাহকদের জন্য তার বৈদ্যুতিক গাড়িগুলিতে বিরাট ছাড় প্রদান করছে। সম্প্রতি Tata Motors দেশে ২ লক্ষ ইলেকট্রিক গাড়ি বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। আর এই বিরাট অর্জন উদযাপন করতে কোম্পানিটি নিয়ে এসেছে সীমিত সময়ের অফার। যেখানে গ্রাহকরা ৪৫ দিনের জন্য এই অফারের সুবিধা পাবেন।

দুর্দান্ত অফার Tata Motors-এর:

Tata Motors ভারতে ৫ টি ইলেকট্রিক গাড়ির মডেল বিক্রি করছে। এর মধ্যে রয়েছে Tiago EV, Tigor EV, Punch EV, Nexon EV এবং Curvv EV। Tata Motors ২০২৪ সালে ৬১,৪৯৬ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে শীর্ষ EV কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬০,১০০ ইউনিট। তবে, এই সংস্থার মার্কেট শেয়ার ৭৩ শতাংশ থেকে ৬২ শতাংশে নেমে এসেছে। এদিকে, ইতিমধ্যেই কোম্পানিটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ তার আসন্ন মডেলগুলিও উপস্থাপন করেছে। যার মধ্যে রয়েছে সবচেয়ে প্রতীক্ষিত Harrier EV ইভি এবং Sierra EV। এই গাড়িগুলি অল-ইলেকট্রিক অবতারে লঞ্চ হতে চলেছে।

Tata Motors masterstroke before Tesla comes to India.

গ্রাহকরা পাচ্ছেন বিশেষ সুবিধা: জানিয়ে রাখি যে, Tata Motors tar গ্রাহকদের যে সুবিধা দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল ৫০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও আকর্ষণীয় ফাইন্যান্সিং স্কিম উপলব্ধ করা হয়েছে। যা জিরো ডাউন পেমেন্ট সহ ১০০ শতাংশ অন-রোড ফান্ডিংয়ের সুবিধা প্রদান করে। এদিকে, Curvv EV বা Nexon EV ক্রয়কারী গ্রাহকরা Tata Power-এর চার্জিং নেটওয়ার্কে ৬ মাসের বিনামূল্যে অ্যাক্সেস এবং ৭.২ kW AC চার্জার সহ বিনামূল্যে হোম চার্জার ইনস্টলেশনের সুবিধা পাবেন।

আরও পড়ুন: মার্চ থেকেই পড়বে প্রভাব? ভারতকে ঝটকা দিতে এবার চিনের সাথে হাত মেলাল বাংলাদেশ

এদিকে, বিদ্যমান গ্রাহকদের জন্যও লয়্যালটি পুরস্কার চালু করা হয়েছে। বর্তমান Tata EV মালিকেরা যাঁরা Nexon EV বা Curvv EV-তে আপগ্রেড করতে চাইছেন তাঁরা ৫০,০০০ টাকার লয়্যালটি বোনাস পেতে পারেন। Tata ICE গাড়ির মালিকরা EV-তে স্যুইচ করলে ২০,০০০ টাকার লয়্যালটি বোনাস পেতে পারেন।

আরও পড়ুন: জয় দিয়ে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির সফর! বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনালে “এন্ট্রি” নিশ্চিত টিম ইন্ডিয়ার

Tata Motors-এর আধিকারিকদের ওপর নজর রয়েছে টেসলার: ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে খুব দ্রুত ভারতে আসতে চলেছে টেসলা। এদিকে, এটাও দাবি করা হচ্ছে যে, টেসলা তার ভারতীয় ব্যবসার জন্য টাটা মোটরসের শীর্ষ আধিকারিকদের সন্ধান করছে। টেসলা বর্তমানে তার ভারতীয় ইউনিটের জন্যও বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ করছে। রিপোর্ট অনুযায়ী, টেসলা প্রায় ২১ লক্ষ টাকার সস্তা EV মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। এই আমেরিকান গাড়ি কোম্পানি তার শোরুমের জন্য দিল্লি এবং মুম্বাইয়ের কিছু জায়গা বেছে নিয়েছে। PTI-এর মতে, ভারতে বিক্রি শুরু করার জন্য তারা মুম্বাইয়ের বিকেসি এবং দিল্লির অ্যারোসিটিকেই প্রধান্য দিচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর