বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের ক্যারিশমা দেখাতে চলেছে টাটা। টাটা মোটরস (Tata Motors) এবার বাজারে নিয়ে আসছে আরো একটি নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি। সংস্থার জনপ্রিয় Punch এর ইলেকট্রিক ভ্যারিয়েন্ট এটি। টাটা সংস্থার গাড়িতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় নিরাপত্তার বিষয়টিকে।
Tata Motors’র নতুন গাড়ির বিশেষত্ব
Punch’র ইলেকট্রিক ভ্যারিয়েন্টের গাড়িতেও যে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে তা বলাই বাহুল্য। টাটার (Tata Motors) এই নতুন ইলেকট্রিক গাড়িটি (Electric Car) নিয়ে আসা হচ্ছে দুর্দান্ত একটি লুকে। ১৩৬০ কেজি ওজনের এই গাড়িটিতে অত্যন্ত শক্তিশালী বডি দেওয়া হয়েছে। টাটার নতুন এই ইলেকট্রিক গাড়িতে দেওয়া হচ্ছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা কিনা আইসিই পাঞ্চের তুলনায় অনেকটাই বড়।
আরোও পড়ুন : দরকার নেই বচ্চন পরিবারের! টাকা পয়সার দিক দিয়ে একাই একশো ঐশ্বর্য
বিশেষজ্ঞদের ধারণা এই গাড়িতে থাকতে চলেছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, রোটারি স্টাইল গিয়ার সিলেক্টর, ওয়্যারলেস চার্জিং প্যাড এবং ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর মতো বৈশিষ্ট্য। পাশাপাশি থাকতে পারে ক্রুস কন্ট্রোল, হিল হোল্ড কন্ট্রোল (লং রেঞ্জের জন্য ), মাল্টি ড্রাইভ মোড, ব্লাইন্ড স্পট মনিটর, প্রভৃতির মতো সময়োপযোগী ফিচার্স।
আরোও পড়ুন : ভাঙছে ১২ বছরের বিয়ে! ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বড় পদক্ষেপ ‘ইষ্টি কুটুম’ নায়কের!
সূত্রের খবর, এই গাড়িটি জেনারেল 2 EV আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে যা এটিকে দেবে শক্তিশালী ব্যাটারি প্যাক। সিঙ্গেল চার্জে এই গাড়িটি ৩৭৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে। টাটার (Tata Motors) এই নতুন গাড়িটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তায়। ধারণা করা হচ্ছে এই গাড়ির মূল্য থাকতে পারে ১১.৫০ লক্ষ টাকা।
নিরাপত্তার জন্য এতে প্রদান করা হবে ৬টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ESP, ISOFIX, হিল হোল্ড অ্যাসিস্ট, TPMS, রোল-ওভার মিটিগেশন, ব্রেক ডিস্ক ওয়াইপিং এবং হাইড্রোলিক ফেইডিং ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। স্মার্ট, স্মার্ট প্লাস, অ্যাডভেঞ্চার, এম্পাওয়ার্ড ও এম্পাওয়ার্ড প্লাস- এই পাঁচটি ভ্যারিয়েন্টে টাটা গাড়িটি বাজারে লঞ্চ করবে।