এবার বাজারে উঠবে ঝড়! প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হতে চলেছে Tata Curvv EV, সামনে এল দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় আপডেট সামনে আনল Tata Motors। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৭ অগাস্ট সংস্থাটি (Tata Motors) ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক SUV লঞ্চ করতে চলেছে। যেটির নাম দেওয়া হয়েছে Curvv। বর্তমানে এই মডেলটি শুধুমাত্র ইলেকট্রিক পাওয়ারট্রেনের সাথে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে এটির পেট্রোল এবং ডিজেল ভার্সন আসবে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি প্রায় ৬ মাস পরে Curvv-এর পেট্রোল/ডিজেল ভার্সন লঞ্চ করবে।

বাজারে ঝড় তুলতে প্রস্তুত Tata Motors:

এদিকে, লঞ্চের পর, Tata Curve EV-র সাথে Hyundai Creta EV, Maruti Suzuki EVX এবং MG ZS EV-এর প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি, Tata-র এই নতুন SUV-র পেট্রোল/ডিজেল ভার্সন Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq, Maruti Grand Vitara এবং Volkswagen Taigun-এর সাথে টক্কর দেবে।

   

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata Curve EV সংস্থার (Tata Motors) নতুন Acti.ev আর্কিটেকচারের ওপর নির্মিত। অনুমান করা হচ্ছে যে, এটি একবার সম্পূর্ণ চার্জ হলে ৫০০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। এদিকে এখনও এই SUV-র ব্যাটারি প্যাক এবং কর্মক্ষমতা সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গিয়েছে যে, এর পেট্রোল মডেলটি ১.২ লিটার, ৩-সিলিন্ডার টার্বো ইঞ্জিনের সাথে উপলব্ধ হতে পারে। যা ১২৫ bhp শক্তি উৎপন্ন করবে। এদিকে ডিজেল মডেলটি ১.৫ লিটারের ৪-সিলিন্ডার ইঞ্জিন সহ আসতে পারে। এই ইঞ্জিন Tata Nexon-এও পাওয়া যায়।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! দশম শ্রেণি পাশেই ভারতীয় ডাক বিভাগে মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

Tata Curvv EV-র ডিজাইন এবং ফিচার্স: Tata Curvv EV-র প্রোডাকশন মডেল এটির কনসেপ্টের সাথে অনেকটাই মিলেছে। এই SUV একটি নতুন স্প্লিট-এলইডি হেডল্যাম্প সেটআপ, গ্লস ব্ল্যাক সাইড ক্ল্যাডিং, কুপ লাইক রুফলাইন, স্প্লিট টেইল্যাম্প ক্লাস্টার এবং অ্যালয় হুইলের সাথে উপলব্ধ হবে। এদিকে, ফিচার্সের দিক তাকাতে গেলে বলতে হয় এই SUV-তে একটি ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড সিট, কানেকটেড কার টেকনোলজি এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা সহ উপলব্ধ হতে পারে।

আরও পড়ুন: কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত? রাখঢাক না রেখে এবার জানিয়ে দিলেন হিটম্যান

Tata Curvv EV-র দাম: অনুমান করা হচ্ছে যে, Tata Curve-এর দাম ২০ লক্ষ থেকে ২৪ লক্ষ টাকার মধ্যে হবে (এক্স-শোরুম)। যেখানে এর পেট্রোল/ডিজেল মডেলের দাম হতে পারে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর