Tata Nano-র ধাক্কায় উল্টে গেল Mahindra Thar! নেটমাধ্যমে ভাইরাল ছবি দেখে অবাক নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বাড়ছে যানবানের সংখ্যা। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও (Accident)। এমতাবস্থায়, এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ছত্তিশগড়ের (Chattishgarh) দুর্গ জেলা থেকে। যেখানে মাহিন্দ্রার শক্তিশালী SUV Thar-এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে Tata-র ছোট গাড়ি Nano-র। কিন্তু, এই সংঘর্ষের ফলেই ঘটে অবাক করা ঘটনা। মূলত, সংঘর্ষের জেরে Tata Nano-র সামান্য ক্ষতি হলেও রীতিমতো উল্টে যায় Thar-টি। যা দেখে স্থানীয়রাও স্তম্ভিত হয়ে যান। উল্লেখ্য যে, এহেন দুর্ঘটনায় উভয় গাড়ির চালকেরই কোনো বড় ক্ষতি হয়নি।

সকলেই হয়ে গিয়েছেন অবাক: এদিকে, ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেগুলি তুমুল ভাইরাল হতেও শুরু করেছে। ওই ছবিগুলিতে দেখা গিয়েছে দুর্ঘটনার জেরে Tata Nano-র সামনের দিকে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও রাস্তার একদিকে উল্টে গিয়েছে Mahindra Thar গাড়িটি। এমতাবস্থায়, সকলেই টাটার গাড়ির “বিল্ড কোয়ালিটি”-র প্রশংসা করছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও সামনে এসেছে যেগুলিতে দেখা গিয়েছে স্করপিও, ইনোভা এবং অন্যান্য বড় SUV গুলি টাটার সাফারি, হ্যারিয়ার এবং নেক্সনের সাথে সংঘর্ষের জেরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলেও টাটার গাড়িগুলিতে ক্ষতির পরিমান ছিল অনেক কম। এমতাবস্থায়, Nano-র মত গাড়িও যে এতটা শক্তিশালী হবে তা কেউ ভাবতে পারেনি।

দু’টি গাড়িই ছিল প্রচণ্ড গতিতে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দুর্গের মিনি স্টেডিয়াম মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। Mahindra Thar-টি চৌরাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে অপর দিক থেকে আসা Tata Nano গাড়ির সাথে সেটির সরাসরি সংঘর্ষ হয়। দু’টি গাড়িরই যথেষ্ট গতি ছিল। ওই সংঘর্ষে Nano গাড়ির বনেটটি ক্ষতিগ্রস্ত হলেও Thar-টি উল্টে যায়।

Nano গাড়িটি অনেকটাই পুরোনো ছিল: মূলত, ওই Nano গাড়িটি বেশ কয়েক বছরের পুরোনো হলেও Mahindra Thar গাড়িটি নতুন ছিল। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই অনেকেই সেখানে মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন নেটিজেন লিখেছেন, “Nano আহত করেছে Thar-কে”। পাশাপাশি, আরেকজন লিখেছেন, “এটা সত্যিই অবাক করার মত ঘটনা”।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর