বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ এর শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি আমরা। চারদিকে শীতের আমেজে অনেকেরই মন-মেজাজ এক্কেবারে চাঙ্গা। যদি এই সময়টাতে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদন। বছর শেষে দুর্দান্ত ডিসকাউন্টে মিলছে টাটার নতুন ঝাঁ-চকচকে গাড়ি।
আরোও পড়ুন : দূর হবে বৈষম্য! বাংলার সরকারি কর্মী-অফিসারদের জন্য বড় খবর! বৃহস্পতিতেই …
এক্স শোরুম প্রাইসের থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা ডিসকাউন্টে দুর্দান্ত গাড়ি কেনার সুযোগ থাকছে ডিসেম্বর মাস জুড়ে। ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে অন্যতম টাটা সংস্থার গাড়ি। গাড়ি প্রেমীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে টাটার বিভিন্ন চারচাকা মডেল। সেই টাটা সংস্থাই নিয়ে এসেছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার।
Tata Punch গাড়িটিতে থাকছে ১.৫ লক্ষ টাকার ছাড়। Tata Punch গাড়িটির দাম বর্তমানে শুরু হচ্ছে ৬ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা থেকে। এই মডেলের সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম ১০ লক্ষেরও বেশি। গত মাসে ৪০ হাজার টাকা ডিসকাউন্টে বাজারে বিক্রি হচ্ছিল Tata Punch। তবে ডিসেম্বর মাসে সেই ডিসকাউন্টের অঙ্ক একলাফে বেড়ে হল ১.৫ লক্ষ টাকা।
এক নজরে Tata Punch:
যারা কম্প্যাক্ট SUV গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে Tata Punch। গাড়িটির সামনে আকর্ষণীয় হেডলাইটসহ রয়েছে টাটা সংস্থার ব্র্যান্ডিং, যা এই গাড়ির লুকসে যুক্ত করেছে নতুন মাত্রা। টাটা পাঞ্চে দেওয়া হয়েছে ABS ও EBD সিস্টেম। সুরক্ষার দিকটি নিশ্চিত করতে টাটার এই গাড়িতে রয়েছে ২টি এয়ারব্যাগ। ক্রাশ টেস্টে সেফটির জন্য যেটি পেয়েছে ৫ স্টার রেটিং।
গাড়ির ১.২ লিটারের ৩ সিলিন্ডারের ইঞ্জিন 72.5 PS পাওয়ার ও 103Nm এর টর্ক উৎপন্ন করতে পারদর্শী। অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে পেট্রোল ভার্সনটি মাইলেজ দেবে ১৮.৮ কিলোমিটার প্রতি লিটার ও ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ২০.০৯ কিলোমিটার প্রতি লিটার। এছাড়া CNG ইঞ্জিনের মাইলেজ ২৬.৯৯ কিমি।