নয়া রেকর্ড টাটার! সবাইকে হারিয়ে ৫০ হাজার বৈদ্যুতিক গাড়ি তৈরি করার মাইলফলক স্পর্শ করল সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicle) ব্যবহার। মূলত, ক্রমবর্ধমান পেট্রোলের দাম এবং পরিবেশ দূষণের বিষয়টি মাথায় রেখেই গ্রাহকেরা এইসব যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি, পেট্রোল-ডিজেলে চলা গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ি চালানোর ক্ষেত্রে খরচ অনেকটাই কম। আর সেই কারণেই ক্রমশ চাহিদা বাড়ছে এই গাড়ির। পাশাপাশি, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন নিত্যনতুন গাড়ি বাজারে লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি।

তবে, এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে টাটা মোটরস (Tata Motors)। মূলত, ওই সংস্থা দ্রুত গতিতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে। শুধু তাই নয়, অন্যান্য সংস্থাগুলিকেও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের নিরিখে হারিয়ে দিয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই টাটা মোটরস দেশে ৫০ হাজার বৈদ্যুতিক যানবাহন রোল আউট করেছে। গত ৭ নভেম্বর এই সংস্থা পুণের প্ল্যান্ট থেকে তার ৫০,০০০ তম বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ করেছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য যে, বৈদ্যুতিক যানবাহন জ্বালানির বাড়তে থাকা দাম এবং ক্রমবর্ধমান দূষণের সমস্যা থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে। এমতাবস্থায়, Tata Motors-এর কাছে বর্তমানে ভারতে বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম পোর্টফোলিও রয়েছে। Tata Motors ভারতের সবচেয়ে জনপ্রিয় SUV ব্র্যান্ড Nexon EV থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের এবং দেশের প্রথম বৈদ্যুতিক হ্যাচব্যাক Tata Tiago EV-ও বাজারে লঞ্চ করেছে।

সবচেয়ে সস্তার EV পাওয়া যাচ্ছে ৮.৪৯ লক্ষ টাকায়: EV গ্রাহকদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ওই সংস্থা কয়েকদিন আগে তাদের সবথেকে সস্তার বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ করেছে। যেটির নাম হল Tata Tiago EV। পাশাপাশি, গাড়িটির দাম ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়। ওই গাড়িটিতে কোম্পানি শুধুমাত্র মাল্টি মোড রিজয়ন এবং মাল্টি ড্রাইভ মোডের মতো বৈশিষ্ট্যই দেয়নি, পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নজরও দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটার প্রতিটি বৈদ্যুতিক যানবাহন হাই ভোল্টেজ জিপট্রন আর্কিটেকচার দ্বারা চালিত হয়।

20221107061835 Tata Nexon EV

আগামী ৫ বছরে ১০ টি বৈদ্যুতিক গাড়ি চালু করার পরিকল্পনা রয়েছে: টাটা মোটরস ইতিমধ্যেই তাদের ইভি গ্রাহকদের জন্য সফ্টওয়্যার আপডেটও চালু করেছে। যাতে তাঁরা একটি নতুন উপায়ে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। এছাড়াও Tata Motors তাদের EV গুলিকে সবার কাছে পৌঁছনোর লক্ষ্যে ৮০ টি নতুন শহরে প্রবেশ করেছে। পাশাপাশি, ১৬৫ টিরও বেশি শহরে তাদের নেটওয়ার্ক সম্প্রসারিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, Tata Motors আগামী ৫ বছরে ১০ টি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর