৫.৬৫ লাখ টাকার সবচেয়ে সস্তা গাড়িতে বিরাট ছাড় দিচ্ছে টাটা! চলতি মাসে কত দামে পাবেন? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসে আপনি কি Tata Tiago কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। টাটা কোম্পানি এই গাড়ির দামে দুর্দান্ত ডিসকাউন্ট অফার দিচ্ছে। জানা গিয়েছে যে, চলতি মাসে এই হ্যাচব্যাকে ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। এর মধ্যে উল্লেখযোগ্য নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট অফার।

Tata Tiago গাড়ি কেনাকাটায় ছাড়

টিয়াগো মডেল ইয়ার ২০২৩ এবং মডেল ইয়ার ২০২৪-এর ওপর নানান ডিসকাউন্টও (Discount) দিচ্ছে কোম্পানি। পেট্রোলের পাশাপাশি এর সিএনজি মডেলও গ্রাহকরা ছাড় পাবেন। এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 5.65 লাখ টাকা। এবার জেনে দিন ডিসকাউন্ট দেওয়ার পর এই গাড়ির কত দাম হলো…

   

আরোও পড়ুন : রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল! আরও বিপাকে টলি ‘কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত

 টাটা টিয়াগো পেট্রোল চালিত গাড়ির ক্ষেত্রে নগদ ৬৫,০০০টাকা, বিনিময় ২০,০০০ টাকা, কর্পোরেট ৫০০০ টাকা অর্থাৎ সব মিলিয়ে  ৯০,০০০ টাকা। টাটা টিয়াগো সিএনজি এর ক্ষেত্রে নগদ ৬০,০০০টাকা, বিনিময় ২০,০০০ টাকা, কর্পোরেট ৫০০০ টাকা।

মোট ৮৫,০০০ টাকা। টাটা টিয়াগো পেট্রোল চালিত গাড়ির ক্ষেত্রে নগদ ৩৫,০০০টাকা, বিনিময় ২০,০০০ টাকা, কর্পোরেট ৫০০০ টাকা অর্থাৎ সব মিলিয়ে  ৬০,০০০ টাকা। টাটা টিয়াগো সিএনজি এর ক্ষেত্রে নগদ ২৫,০০০টাকা, বিনিময় ২০,০০০ টাকা, কর্পোরেট ৫০০০ টাকা। মোট ৫০,০০০ টাকা।

আরোও পড়ুন : জল্পনার ইতি! এ বছর গড়াবে না রথের চাকা! বিরাট ঘোষণা মমতার

Tata Tiago CNG AMT ভ্যারিয়েন্টে প্রজেক্টর হেডল্যাম্প, অটো-ফোল্ডিং ORVM, র‌্যাপ-অ্যারাউন্ড টেইল ল্যাম্প এবং টু-টোন অ্যালয় হুইল সহ ডিজাইনের সবই তাদের স্ট্যান্ডার্ড মডেলের মতোই রয়েছে। গাড়ির ভিতরে স্বয়ংক্রিয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ৭-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেমি-ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং ৮-স্পীকার সাউন্ড সিস্টেম রয়েছে।

Image 1 1

Tiago CNG AMT গাড়িটিতে ১.২-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই মোটর পেট্রোল মোডে ৮৫bhp এবং ১১৩Nm শক্তি উৎপন্ন করে। যেখানে, CNG মোডে এটি ৭২bhp এর আউটপুট এবং ৯৫Nm টর্ক দেয়। Tiago CNG ম্যানুয়াল ট্রান্সমিশনের মাইলেজ হাইওয়েতে ৩৩ কিমি/কেজি এবং শহরে ১৭কিমি/কেজি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর