কর্মীদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে বড় সিদ্ধান্ত টাটার, মাত্র ৬ ঘণ্টার কাজেই মিলবে পুরো বেতন

বাংলাহান্ট ডেস্কঃ সরকারী হোক কিংবা বেসরকারী সংস্থা, কাজের চাপ সর্বত্রই সমান। তবে সরকারী বিভাগে কাজের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আর সেই সময় মেনেই কাজ করেন সরকারী আধিকারিকরা। অন্যদিকে বেসরকারী সংস্থাতে সময় নির্দিষ্ট থাকলেও, কোম্পানি যেন একটু বেশি করেই খাটিয়ে নিতে চায় কর্মীদেরকে। অনেক সময়ই দেখা যায়, সময়ের আগে কিংবা পরে কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় দিতে হচ্ছে কর্মীদের। যার ফলে কর্মীরা মানসিক অবসাদ, স্বাস্থ্যহানি, কাজের প্রতি আগ্রহও হারিয়ে ফেলেন অনেকে।

এবার এই সমস্ত নিয়মে বদল আনতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (tcs)। কোন কর্মীকেই আর দিতে হবে না অতিরিক্ত সময়। এমনকি দৈনিক কাজের সময়ও কমিয়ে আনার আলোচনা চলছে। টাটা সংস্থার লক্ষ্য, ২৪ ঘণ্টার মধ্যে শুধুমাত্র এক চতুর্থাংশ, অর্থাৎ দিনের ৬ ঘন্টা সময় অফিসকে দেবে কর্মীরা। আর এটাই হল ‘২৫/২৫ মডেল’

bbvbb

কাজের সময়সীমা যেন দিনের ২৫ শতাংশের বেশি না হয়, আগামী ৫ বছরে এমনটাই টার্গেট রয়েছে টিসিএসের। জানা গিয়েছে,এই সিদ্ধান্ত টিসিএসের ‘২৫/২৫ মডেল’রই অংশ। এবিষয়ে টিসিএস মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘বর্তমান সময়ে আমাদের অফিসে বসে কাজ করছেন মাত্র ৫ শতাংশ সহকর্মী। তবে চলতি বছরের শেষের দিকে এই সংখ্যা বাড়ানোর জন্য আমরা উৎসাহ দেব। আর তারপর ”২৫/২৫ মডেল” কার্যকর করব’।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে টিসিএস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, আগামী পাঁচ বছর মাত্র ২৫ শতাংশ কর্মী অফিসে আসবেন আর বাকি ৭৫ শতাংশ বাড়ি থেকেই কাজ করবেন। ২০২৫ সাল পর্যন্ত এইরকমই চলবে। ১০০ শতাংশ উৎপাদনশীলতা সচল রাখতে এমনটা করলেও চলবে বলে মনে করছে টিসিএস।

Smita Hari

সম্পর্কিত খবর