মাত্র একদিনেই ১০ হাজার বুকিং! বাজারে এসেই ঝড় তুললো টাটার এই নতুন ইলেকট্রিক গাড়ি

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি (Electric Car) Tata Tiago EV। এমনকি, এই বৈদ্যুতিক গাড়িটিই বর্তমানে দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ির তকমা পেয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে, বাজারে আসার সাথে সাথেই এই গাড়িটিকে নিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, মাত্র একদিনেই এই গাড়ির ১০ হাজার বুকিং সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, টাটা মোটরস (Tata Motors) গত সোমবার অর্থাৎ ১০ অক্টোবর থেকে Tata Tiago EV-র বুকিং শুরু করেছে। এমতাবস্থায়, বুকিং শুরু হওয়ার সাথে সাথেই বিপুল সংখ্যক গ্রাহক গাড়িটি বুকিংয়ের জন্য ওয়েবসাইটে ভিড় জমাতে শুরু করেন। এমনকি, একটা সময়ে কোম্পানির ওয়েবসাইটটি ডাউনও হয়ে যায়। যদিও, তা কিছুক্ষণ পর ঠিক করা হয়।

   

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata Tiago EV-র দাম ৮.৪৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১১.৭৯ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বৈদ্যুতিক গাড়িটির ইন্ট্রোডাক্টরি অফারটির সুবিধা প্ৰথম ১০ হাজার গ্রাহকের জন্য উপলব্ধ ছিল। এমতাবস্থায়, কোম্পানিটি পরবর্তী ১০ হাজার গ্রাহকের জন্যও সেই সুবিধা বাড়িয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ইন্ট্রোডাক্টরি অফারটিকে সম্প্রসারিত করে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র জানিয়েছেন যে, “আমরা Tiago EV-র ক্ষেত্রে এহেন অপ্রতিরোধ্য সাড়া পেয়ে আনন্দিত। আমরা ইন্ট্রোডাক্টরি প্রাইসটি আরও ১০ হাজার গ্রাহকের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য যে, গ্রাহকরা এই গাড়িটি ডিলারশিপের মাধ্যমে অথবা অনলাইনে ২১ হাজার টাকার বিনিময়ে বুক করতে পারেন।

20221007013138 20220928053340 Tiago EV Charging

রেঞ্জ হল ৩১৫ কিমি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Tata Tiago EV বৈদ্যুতিক গাড়িটি একটি ২৪ kWh ব্যাটারি প্যাক দ্বারা চালিত হয়। যা সম্পূর্ণ চার্জে ৩১৫ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এছাড়াও, গাড়িটিতে একটি ১৯.২ kWh ব্যাটারি প্যাক রয়েছে। যা আনুমানিক ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। পাশাপাশি, কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে যে, এই গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ kmph গতিবেগে চলতে পারে। এছাড়াও, লং রেঞ্জ ভার্সানের মোটরটি ৫৫ kW অর্থাৎ ৭৪ bhp শক্তি এবং ১১৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। অপরদিকে, স্বল্প রেঞ্জের মোটরটি ৪৫ kW অর্থাৎ ৬০ bhp শক্তি এবং ১০৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর