বাংলাহান্ট ডেস্ক : স্কুল ইউনিফর্ম ইস্যুতে তোলপাড় রাজ্য। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলের পোশাক নীল সাদা করার নবান্নের সিদ্ধান্তকে মোটেই ভালো চোখে দেখছে না বিরোধী শিবির। এই নিয়ে বিতর্কও তুঙ্গে। এবার নীল সাদা স্কুল ড্রেস ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়। ট্যুইটারে এই প্রসঙ্গে একটি ট্যুইট করে মমতাকে বিঁধেউ বিতর্ক খানিক উসকে দিলেন তিনি।
নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বর্ষীয়ান বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল লেখেন, ‘Question Received on WhatsApp: I have a গভীর প্রশ্ন? স্কুল ইউনিফর্ম নীল সাদা বাধ্যতামূলক হলে, ছাত্রছাত্রীদের কি হাওয়াই চটি পরতেই হবে?’ এহেন মন্তব্যে যে শ্লেষের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি পরাকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা তা বলে দেওয়ার অবধি থাকে না।
স্বভাবতই তাঁর এই পোস্টের পর তুমুল শোরগোল নেট পাড়ায়। তাঁর মন্তব্যের বিরোধীতা করেছেন বহু নেটিজেনই। তাঁদের দাবি, হাওয়াই চটিকে তাচ্ছিল্য করে গ্রামের দরিদ্র মানুষ এবং পড়ুয়াদের অপমান করছেন বিজেপি নেতা। কেউ কেউ আবার বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর রবি-রূপের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘যে কেউ যা খুশি পরতে পারে, ওই আপনাদের নেতার রবীন্দ্রনাথের সাজের মতন।’
প্রসঙ্গত, এই পোষাক এবং লোগো বিতর্ক নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কালই নিন্দুকদের এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আমার বাংলা নামটাকে ভুলে যাই কী করে? সরকারি স্কুলে জুতো, পোশাক দিই। তাতে একটা লোগো থাকবে। তারা বাংলার নাম গর্ব করে বলবে। কে একটা কোর্টে গিয়ে বলল তৃণমূলের লোগো। খোঁজ রাখে না। সবকিছুতেই তৃণমূলের দোষ। লোগোটা আমি তৈরি করেছিলাম। তৈরি করে বাংলা সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে। সরকারি স্কুলও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে।’ দিল্লিকেও এত হাত নিয়েছেন তিনি। বলেন, ‘ভারত সরকার স্ট্যাম্প লাগাতে পারে। বাংলার সরকার পারে না। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা সেসব করি না।’
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পোষাকের রঙ বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। সেই পোষাকও সরকার থেকেই পড়ুয়াদের দেওয়া হবে বলেই খবর। কিন্তু সমস্ত স্কুলে একই রঙের পোষাক এবং বিশ্ববাংলার লোগোকে ঘিরেই শুরু হয় বিতর্ক।