বাংলায় থেকে বাংলা ছবিরই সম্মান দাবি করতে হচ্ছে, লজ্জার ব্যাপার: তথাগত মুখোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: বাংলায় বাংলা ছবিরই (Bengali Cinema) কদর নেই। শহরের নামী প্রেক্ষাগৃহ থেকে হিট বাংলা ছবি সরিয়ে বিগ বাজেট হিন্দি ছবি চালানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল সম্প্রতি। এবার বাংলা ছবির হয়ে সুর চড়ালেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। তাঁর নিজের ছবিও হল পায়নি সহজে। তখনো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরব হয়েছিলেন তথাগত।

কোনো নির্দিষ্ট ছবি, হল বা প্রযোজকের বিরুদ্ধে মন্তব্য করেননি তথাগত। বাংলায় বাংলা ছবির গলা দাবানোর যে চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে, সে বিষয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তথাগতর কটাক্ষ, ‘বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে বাংলা সিনেমাকে হলে হলে শুইয়ে দিন।’

Tathagata
একটি লম্বা চওড়া বার্তায় তথাগত লিখেছেন, ‘এই মূহুর্তে পশ্চিমবাংলার সিনেমা হলে বাংলা ভাষার সিনেমার গুরুত্ব বোধহয় সবার তলানিতে গিয়ে ঠেকেছে। সে লক্ষী ছেলে হোক কিম্বা দুষ্টু ছেলে,বাংলা সিনেমার মান ভাল হোক কিম্বা খারাপ, ফ্লপ হোক কিম্বা হিট, নিজের রাজ্যে নিজের ভাষার সিনেমাকে হারিয়ে দেওয়ার প্রানান্তকর যে প্রচেষ্টা কিছু ব্যবসাদার আর তাদের পোষা বিভিন্ন ক্ষেত্রের এমিবা গোত্রীয় প্রানীরা করে চলেছে তা প্রশংসাযোগ্য।’

তথাগত আরো লিখেছেন, ‘পরিনতি হিসেবে গত দশ বছরে গোটা বাংলায় বন্ধ সিনেমা হলের সংখ্যা, আর কমতে থাকা দর্শক। দাবী একবারও এটা নয় অন্য ভাষার সিনেমা বাংলার সিনেমা হলে চলবে না, দাবী এটা যে অন্য ভাষার সিনেমার সাথে বাংলা সিনেমাকে সমান গুরুত্বের সাথে প্রাইম টাইম শো, যথেষ্ট সংখ্যক হল দেওয়া হোক। তারপর তাতে দর্শক না হলে হল থেকে সরিয়ে দেওয়া হোক কিন্তু গুরুত্ব সম্মান সবটা সমান, ভাল খারাপটা দর্শক বিচার করুক, গুটকাখোর কিছু ব্যবসায়ী আর তার স্তাবকবৃন্দরা নয়।’

তথাগত বলেন, বাংলায় থেকে বাংলায় কথা বলে বাংলা সিনেমার সম্মানের জন্য দাবি জানাতে হচ্ছে, এটাই সবথেকে বড় লজ্জার ব্যাপার। অথচ এই ধরণের দাবি কিন্তু মহারাষ্ট্র বা অন্য কোনো রাজ্যে তুলতে হয় না। কারণ সেখানে সরকারি নিয়মই হল, নিজের ভাষার সিনেমাকে অগ্রাধিকার বা সমানাধিকার দিতে হবে। কিন্তু বাংলায় সরকার এ ব্যাপারে নিস্পৃহ।

অথচ তথাগতর মতে, ‘বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার সিনেমা চললে তার পরিনাম কি হবে তা বাংলা সিরিয়াল তার রাজ্যপাট দিয়ে অনেকদিন আগেই প্রমান করে দিয়েছে। স্টার, জি, কালারস এর পাশাপাশি এদের হিন্দি বা অন্য ভাষাগুলোও থেকেছে বরাবর টিভির রিমোটে, কিন্তু পশ্চিমবাংলাতে বাংলা সিরিয়ালের রাজ্যপাটে এতটুকু ভাগ বসেনি।’

তথাগত আরো লিখেছেন, ‘বাংলা সিনেমা দেখানোর সমান সুযোগ পেলেও এ ক্ষেত্রেও অন্যথা হবে না।সিনেমা দেখারও অভ্যেস তৈরি করতে হয় সবকিছুর মতনই,বাংলা সিনেমাকে প্রতিমূহুর্তে অপমান করে বাংলা সিনেমার দর্শক তৈরি করা যায় নি আর যাবেও না।অনেকদিন ধরে কিছু লোকেদের মুখে শুনি ব্যবসা ব্যবসা, তা যদি শুধু ব্যবসাই করতে হয় আলুর গুদাম দে, সিনেমা তো আর শুধু ব্যবসা নয়, ব্যবসা তার অংশমাত্র।

চ্যানেল কিম্বা নিজস্ব ওটিটি কে আগে থেকে সিনেমা বেচে নামমাত্র রিলিজ করে ফাঁকা সিনেমা হলে হাউজ ফুলের বোর্ড ঝোলালে বাংলা ভাষার সিনেমাটা মরে যাবে, যেভাবে মরছে প্রতিদিন। বাংলা সিনেমাগুলো হল থেকে তুলে দিয়ে লাভের লাভ একটাই সিনেমা হলের জায়গায় জামাকাপড়ের দোকান,আর মাল্টিপ্লেক্সের মলগুলোতে তো এমনিই রকমারি কিনতে পাওয়া যায়। আর আগে থেকে নির্ধারিত নানারকম কন্ডিশনের পরিবর্তে তৈরি সিনেমা বিক্রি করা সিনেমা দিয়ে যদি ব্যবসাই করতে হয় তার চেয়ে মুদির দোকানের ব্যবসা ঢের সম্মানের,অন্তত মাল সাজানোর স্বাধীনতাটুকু আছে,কোন মালটা দোকানে রাখব সেটার সিদ্ধান্ত অন্তত অন্য কেউ নেয় না।’

Tathagata bhotbhoti
সবশেষে তথাগত লিখেছেন, ‘অনান্য রাজ্যের মতনই সরকারী সিদ্ধান্ত প্রয়োজন যে নিজের মাতৃভাষার সিনেমাকে অনান্য ভাষার সিনেমার মতন সমান গুরুত্ব দিতে হবে। বাংলা ভাষার সিনেমার স্বর্নাক্ষরের ঐতিহ্যের পরেও যে বাংলায় এই দাবী জানাতে হচ্ছে তা বোধহয় সমস্ত আপামর বাঙালির লজ্জা, বাংলা ভাষাভাষী মানুষের লজ্জা।’

বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ট্রেন্ড শুরু হয়েছিল এর আগে। শুরু করেছিলেন টলিউডেরই অভিনেতা অভিনেত্রীরা। সেই ট্রেন্ডের প্রসঙ্গ তুলেই কটাক্ষ শানিয়েছেন তথাগত মুখোপাধ্যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর