সাউথ-হলিউড সব বাদ, ‘জঘন‍্য’ হলেও বাংলা সিনেমাই দেখুন, খোঁচা তথাগতর

বাংলাহান্ট ডেস্ক: ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ইন্ডাস্ট্রি (Bengali Film Industry)। নিত‍্য নতুন বাংলা সিনেমা জায়গা করে নিচ্ছে প্রেক্ষাগৃহে। হিন্দি, দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপটের মাঝেই মাথা তোলার চেষ্টায় টলিউড। এমতাবস্থায় পরিচালক, অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের অনুরোধ করছেন হলে গিয়ে বাংলা ছবি দেখে ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে। এমতাবস্থায় ১৮০ ডিগ্রি ঘুরে পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ‍্যায়ের (Tathagata Mukherjee) প্রশ্ন, পছন্দ না হলেও বাংলা ছবি দেখতে হবে?

ব‍্যঙ্গাত্মক সুরে তথাগত লিখেছেন, ‘সাবধান, ভয়ংকর রকম রেগে আছি, আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছেন না দেখে, সিনেমা কোনো বিনোদন মূলক মাধ্যম নয় এটা সর্বৈব সমাজকল্যান মূলক কাজ। তাই এ ব্যবস্থাকে না পিঁয়াজ খেয়ে, এসি বন্ধ করে, পেট্রোল ছেড়ে সাইকেল চালিয়ে বাঁচিয়ে রাখা আমাদের আশু কর্তব্য। তার ওপর আবার বাংলা সিনেমা, সে যত জঘন্য, যত খারাপ, ২০২২ সালে টেকনিকালি যত দূর্বলই হোক না কেন, গল্পের বিষয়বস্তু যতই ১৯৫৫ সালের হোক না কেন তা দেখতেই হবে নইলে করন জোহরের “থিওরি অফ নেপোটিজম” ভুল প্রমানিত হয়ে যাবে। রায়, ঘটক, সেন মাল্টিভার্স ভেঙে পড়বে।’

IMG 20220502 003916
দক্ষিণী ছবি, হলিউডি ছবি ভাল লাগলেও সেটা বলা যাবে না। বাংলা ছবিই দেখতে হবে, জোর করে হলেও, এমন ভাবেই কটাক্ষ করেছেন পরিচালক। তাঁর ভাষায়, ‘ইচ্ছে না করলেও, খারাপ লাগলেও  বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান,বসুন, শুয়ে পড়ুন, সব করুন কিন্তু ঐ ওইখানে দাঁড়িয়েই। সিনেমা ভাল হলে লোকে এমনিই দেখবে সে যে ভাষারই হোক না কেন, সেটা মিথ্যে প্রমান করে দিন, আমাদের প্রমান করতেই হবে যে সিনেমা অডিও ভিস্যুয়াল মাধ্যম নয়, সিনেমা আপনার মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা।

খারাপ সিনেমা হচ্ছে তাই লোকে দেখছে না এ মিথ্যে অপপ্রচার রুখতে এবার কিন্তু প্রয়োজনে আমরা বাড়ি গিয়ে লোকজনকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বার করে সিনেমা হলে নিয়ে যাব, তারপর চোখ পিন দিয়ে টানটান করে ক্লকওয়ার্ক অরেঞ্জ।’

মাস কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ‘টনিক’ ছবিটি বাণিজ‍্যিক সফলতার পাশাপাশি দর্শকদেরও হলে ফিরিয়েছিল। কিন্তু তথাগতর খোঁচা, ওটাকে ব‍্যতিক্রম হিসাবে গণ‍্য করাই ভাল। সেই সঙ্গে বাঙালির সত‍্যজিৎ প্রেম, ছবিতে ঘনঘন সত‍্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর প্রবণতাকেও সুযোগ বুঝে হুল ফোঁটাতে ছাড়েননি তথাগত।


Niranjana Nag

সম্পর্কিত খবর