তিন আসনে জামানত গেল বিজেপির, ফলাফলের দিনে গেরুয়া শিবিরকে নিয়ে বিস্ফোরক তথাগত রায়

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন দল ছেড়ে বিজেপির বাংলা জয়ের কান্ডারি হতে দলে দলে এসে গেরুয়া শিবিরে নাম লেখালেও, নির্বাচনের ফল প্রকাশের পর ভাঙ্গতে শুরু করে পদ্ম শিবির। দলের টানাপোড়েনের বিভিন্ন সময়ে বিরোধীদের আক্রমণ না করে দলীয় নেতৃত্বদের বিরুদ্ধেই বিদ্বেষ উগরে দিতে দেখা গিয়েছে তথাগত রায়কে (Tathagata Roy)। আর এবারে উপনির্বাচনে বিজেপির ফলাফল দেখে ঠিক তাইই করলেন এই বর্ষীয়ান বিজেপি নেতা।

সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে যাওয়ায় স্যোশাল মিডিয়ায় শাসক দলকে আক্রমণ করে একটি পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। তিনি লিখেছিলেন, ‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন। তাঁরা উৎপাত করছেন’।

এই পোস্ট মারফত তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে আবারও বিজেপি ত্যাগীদের এমনটা বলে যে আক্রমণ করতে চেয়েছেন, তা বোঝার অপেক্ষা রাখে না। কিন্তু দিলীপ ঘোষের এই পোস্টকে উদ্দেশ্য করেই এবার দলীয় নেতৃত্বদের ঠুকলেন বিজেপি নেতা তথাগত রায়।

স্যোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই’।

এটাই প্রথমবার নয়। এর আগেও বহুবার দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ, বিদ্বেষ উগরে দিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছিল তথাগত রায়কে। তবে কোন ক্ষেত্রেই শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোন কঠিন পদক্ষেপ নিতে দেখা যায় নি। এবারে শান্তিপুর বাদে বাকি তিনটি আসনে খড়দহ, দিনহাটা ও গোসাবার বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতেই এমন মন্তব্য করেন তথাগত রায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর