মমতা ‘আন্টি’ এই ‘বোকা বিড়াল’ কৈলাসকেও দলে নিয়ে যান, পোস্টের রিটুইট করে কটাক্ষ করলেন তথাগত

বাংলা হান্ট ডেস্কঃ আলটপকা মন্তব্য করে এর আগেও একাধিকবার দলের বিরাগভাজন হয়েছেন তথাগত রায়। এমনকি নির্বাচনের পর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, তৃণমূলের একাধিক নেতা যেভাবে দলে এসেছে তাদের অনেকেরই অতীত কালিমালিপ্ত সেই কারণেই দল মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। শুধু তাই নয় এর আগেও একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য বিজেপি প্রসঙ্গে তিক্ত মন্তব্য করেছেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি।

এবার খুলনায় দল ছেড়ে তৃণমূলে যেতেই ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তথাগত রায়। এর আগেই দলবদ্ধ নেতাদের প্রসঙ্গে বামপন্থী নেতা হরেকৃষ্ণ কোঙারের উক্তি স্মরণ করে তিনি বলেছিলেন, “শরীর থেকে মলমূত্র ত্যাগ করলে কেউ দুর্বল হয় না” বরং শরীর সবল হয়। তারই উক্তি নিয়ে বিতর্কে রেশ কাটতে না কাটতেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তথাগত। এদিন অবশ্য নিজে এই বক্তব্য রাখেননি তিনি। বরং টুইটে নিজেই জানান,”এক বিজেপি সমর্থক দেবদূতের টুইটের বিশ্বস্ত ইংরেজি অনুবাদ করলাম। এতে আমার কোন সংযোজন বা বিয়োজন নেই।”

bbcdbckcbsd

দেবদূত নামের ওই সমর্থক মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় একটি ছবি পোস্ট করে এদিন লিখেছিলেন, মমতা পিসি এই ভোদো বিড়ালটা কে তৃণমূলে নিয়ে নাও। উনি বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে।সারাদিন মুকুলের সাথে ফিসফিস গুজগুজ করত। এদিন সেই কথারই অনুবাদ করে তথাগত মমতাকে ‘আন্টি’ এবং কৈলাস বিজয়বর্গীয়কে “বোকা বিড়াল” সম্বোধন করেন। শুরু থেকেই তৃণমূল থেকে দলে আসা নেতাদের প্রসঙ্গে বারবার সরব হয়েছেন তথাগত। এর আগেও টুইটারে তিনি লিখেছিলেন, “যা বলছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগতম করা হয়েছিল, যাদের খাতিরে বিশ তিরিশ বছরের পুরনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল, তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরছেন।”

এখন আগামী দিনে তথাগতর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে কি সমীকরণ তৈরি করে সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। যদিও এই মুহূর্তে এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি বিজেপি রাজ্য নেতৃত্ব।

Abhirup Das

সম্পর্কিত খবর