বাংলা হান্ট ডেস্ক: শিক্ষাক্ষেত্রে হিন্দি বাধ্যতামূলক করার প্রশ্নে আরও বিতর্ক বাড়ালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। নিজের রাজ্যকেই তিনি নিশানা করেছেন এই বিতর্কে। তথাগত রায়ের বক্তব্য, ‘হিন্দি শেখার কোনও বিরোধ নেই বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ কিংবা নেতাজির সঙ্গে। হরিয়ানা থেকে কেরল সর্বত্র ঘর ঝাট দেয় বাঙালি ছেলেরা। মুম্বইয়ে বার ডান্সারের কাজ করে বাঙালি মেয়েরা। যা আগে ভাবাই যেত না।’ মেঘালয়ের রাজ্যপালের যুক্তি, মেয়েরা যখন মুম্বইয়ে বারডান্সার এর কাজ করতে পারে তখন হিন্দি শিখতে আপত্তি কোথায়?
বিভিন্ন রাজ্যের সরকারের মতই বাংলাতেও জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করা হচ্ছে। শেষপর্যন্ত মোদি সরকার চাপের মুখে পড়ে একটু নরম হয়েছেন। হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব সরিয়ে ফেলাও হয়েছে। এই পরিস্থিতিতে মেঘালয়ের রাজ্যপাল বেফাঁস মন্তব্য করে বলেন ‘পশ্চিমবঙ্গের বাইরে পা রাখতে হলে হিন্দি শিখতে হবে, নাহলে পস্তাতে হবে’