অভিষেকের পদোন্নতিতে কটাক্ষ তথাগতর, বললেন ‘গরুর গাড়ির আবার হেডলাইট!’ পাল্টা দিল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার তৃণমূলের (tmc) সাংগঠিন বৈঠকে বেশকিছু রদবদল করা হয়। যুব সভাপতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আর তারপরই স্যোশাল মিডিয়ায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি (bjp) নেতা তথাগত রায় (Tathagata Roy)।

বাংলায় বড় সাফল্যের পর শনিবার প্রথমবারের জন্য সাংগঠিন বৈঠকে বসেছিল তৃণমূল শিবির। বৈঠকে দলের গুরুত্বপূর্ণ পদে বেশকিছু নতুন মুখ সংযোজন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু এই ঘোষণা শোনার পরই তৃণমূলকে কটাক্ষ করলেন তথাগত রায়। উল্টে তাঁকে পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না কুণাল ঘোষ, তাপস রায়রা।

https://twitter.com/tathagata2/status/1401362791030693889

রবিবার সকাল সকাল নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ব্যাঙ্গার্থক ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। যেখানে একটি সংবাদ মাধ্যমের লিঙ্ক তুলে ধরে তিনি লেখেন, ‘গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল। আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল! ”গরুর গাড়ির হেডলাইট”!’

বিজেপি নেতার এমন ট্যুইট দেখে তাঁকে আক্রমণ করতে ছাড়েননি কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘পুঁই শাকের আবার ক্যাশ মেমো’। অন্যদিকে কুণাল ঘোষের কথার রেশ ধরে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘তথাগত বাবু তো নিজের দলের মধ্যেই গুরুত্বহীন। তাঁকে নিজের দলের লোকেরাই পাত্তা দেয় না। তাঁর কথা আবার কেউ ধরে নাকি? ওনার কথা যত কম বলা যায়, ততই মঙ্গল। কুণাল ঘোষ ঠিকই জবাব দিয়েছেন, পুঁইশাকের আবার ক্যাশ মেমো’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর