শুভেন্দুর প্রাণ নাশের চেষ্টা? ২০ বছর আগের ঘটনা মনে করিয়ে সাবধান করলেন তথাগত

বাংলাহান্ট ডেস্ক : গতকালই ট্রাকের ধাক্কা থেকে অল্পের জন্য বাঁচলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কনভয়ে যে দুর্ঘটনা ঘটেছে, তা ‘শয়তানির চেষ্টা হলেও হতে পারে’, বলেই মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। শুক্রবারের ওই দুর্ঘটনায় খুব অল্পের জন্য রক্ষা পেয়েছেন শুভেন্দু। কনভয়ে থাকা তাঁর গাড়ির ঠিক পিছনের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সেই গাড়ির ছবি রিটুইট করে তথাগত রায় দাবি করেন, ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুভেন্দুকে সাবধানে থাকার পরামর্শও দেন তিনি। শুভেন্দুর কনভয়ের এই দুর্ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ২০ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় ঠিক কী ঘটেছিল, সেই কাহিনিই শুনিয়েছেন তিনি।

সেদিন ঠিক কী ঘটে তথাগত রায়ের সঙ্গে?

শুভেন্দুর দুর্ঘটনার কথা বলতে গিয়ে ২০০৩ সালে ঘটা একটি  ঘটনার কথা উল্লেখ করেছেন তথাগত। সে বার পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে হুগলি থেকে ফেরার সময় একই গাড়িতে ছিলেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় ও খন্দকার মুস্তাক আহমেদ। আচমকা সিপিএম নেতা অনিল বিশ্বাসের গাড়ি পাশ দিয়ে চলে গিয়েছিল। ঘটনার পরই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠেছিলেন, ‘নিশ্চয় আমাদের ঠেলে ফেলে দেওয়ার মতলবে ছিল।’ প্রথমে বাজপেয়ী ও পরে আদবানিকে ফোন করতেও বলেছিলেন তিনি।

তথাগত লিখেছেন, ‘দুটো গাড়ি কিন্তু ধাক্কা লাগার ধারেকাছেও আসেনি। তারপর উনিশ বছর কেটে গিয়েছে। খন্দকার কবরে শুয়ে কেয়ামতের অপেক্ষায় রয়েছে। শুধু পিছনের সিটে বসা ব্যক্তিটি এখনও জীবিত। সেটি আমিই।’ তবে এই প্রসঙ্গ কেন টেনে আনলেন, সে ব্যাপারে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তথাগত রায়।

শুভেন্দু অধিকারী শুক্রবারই একটি ট্যুইট করে দুর্ঘটনার কথা জানান। তিনি বলেন, তাঁর কোনও আঘাত লাগেনি, কেউ আহতও হননি। সেই ঘটনা প্রসঙ্গে শনিবার তথাগত ট্যুইটে দাবি করেছেন, এটা একটা শয়তানির চেষ্টা হলেও হতে পারে। তবে তিনি এও বলেন, ‘ একটি চলন্ত গাড়ি দিয়ে আর একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ধাক্কা মারা সহজ কাজ নয়।’ লক্ষ্যভ্রষ্টও হতে পারে। শুভেন্দুকে সাবধানে থাকতে বলেছেন তিনি। বিজেপি নেতা দাবি করেন গোটা রাজ্যই পরিত্রাণের জন্য শুভেন্দুর দিকে তাকিয়ে আছেন।

পাল্টা দিলেন কুণাল ঘোষও

শুভেন্দুর কনভয়ের দুর্ঘটনায় তথাগত ষড়যন্ত্রের কথা বলার পরই পাল্টা প্রতিক্রিয়ায় দেন কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দেন উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী ঘটেছিল। তথাগত-র ট্যুইট প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘উনি না জেনে সস্তার রাজনীতি করছেন। তাহলে মুখ্যমন্ত্রীর বিমানটা যে নেমে এসেছিল, সে ক্ষেত্রে তো বলতে হয়, বিজেপি বা কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করা হয়েছিল।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর