স্তনে ট্যাটু করলে স্তন বাদ যেতে পারে,হতে পারে মৃত্যু

 

বাংলাHunt :

এখন মেয়েদের নতুন ফ্যাশান ট্যাটু করা আরও আকর্ষণীয় করে তুলতে সাম্প্রতিক দেখা যাচ্ছে মেয়েরা স্তনের উপরে ট্যাটু করছে।

 

ছেলেদের প্রতি আকর্ষণ হয়ে উঠতে নতুন যুবতীরা ট্যাটু করছেন তাদের জন্য সতর্কবানী করলেন রাশিয়ার কয়েকজন বিশেষজ্ঞ, তারা জানিয়েছেন স্তনের উপর ট্যাটু করলে ক্যান্সার হতে পারে এবং স্তন বাদ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

c6713 img 20190602 wa0035

ফলে স্তনের উপর ট্যাটু করলে শেষ পর্যন্ত মৃত্যুর সম্মুখীন হতে পারে। তারা আরও জানিয়েছেন যে ভাবে তক পুড়িয়ে ট্যাটু তৈরি করা হয়, সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এবং মৃত্যুর সম্মুখীন হতে পারে বলে তারা জানিয়েছেন।

সম্পর্কিত খবর