বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতই তাণ্ডবলীলা চালাল ঘূর্ণিঝড় তাউকটে (Tauktae)। গোয়া, কেরল লণ্ডভণ্ড করে দিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস মত সোমবার রাত ৮ টা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়ে গুজরাট উপকূলবর্তী এলাকায়। প্রায় রাত ১২ টা পর্যন্ত এই তাণ্ডবলীলা চলতে থাকে তাউকটের।
https://twitter.com/rose_k01/status/1394330626858262528
ঝড়ের প্রভাবে বিস্তীর্ণ এলাকা প্রবল ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়। গুজরাট উপকূলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার আছড়ে পড়া তাউকটেে রেষ টের পাওয়া যায় মুম্বই শহরেও। ঝড়ের পরবর্তীতে স্যোশাল মিডিয়ায় বেশকিছু ভাইরাল ভিডিও (viral video) ছড়িয়ে পড়ে, যা দেখে ভয়ে কাঁটা হয়ে গিয়েছে নেটদুনিয়ার বাসিন্দারা।
#WATCH | Mumbai: A woman had a narrow escape when she managed to move away from the spot just in time as a tree uprooted and fell there. (17.05.2021)
Mumbai received heavy rain and wind yesterday in wake of #CycloneTauktae
(Source: CCTV footage) pic.twitter.com/hsYidntG7F
— ANI (@ANI) May 18, 2021
ভিডিওতে দেখা যায়, আরব সাগর উপকূলের একাধিক জায়গা ঝড়ের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ইলেকট্রিক পোস্ট পড়ে রয়েছে, ভেঙে গিয়েছে বড় গাছ, এমনকি বহু ঘর-বাড়ি, দোকানপাটও ভেঙে গিয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১১৪ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যায় মুম্বইয়ে।
Gujarat | Rain continues in Surat's Udhna area. Trees uprooted due to strong winds and heavy rains.
#CycloneTauktae. pic.twitter.com/fnG21va9PV
— ANI (@ANI) May 18, 2021
স্যোশাল মিডিয়ায় সেইসব ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি এই ঝড়ের ধ্বংসলীলার পর অনেকেই সাহাযার্থে এগিয়েও এসেছেন।