বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে ট্যাক্স বা কর অত্যন্ত দুশ্চিন্তার একটি বিষয়। ইনকাম ট্যাক্স থেকে পণ্য ট্যাক্স, ভারতে বসবাসকারী নাগরিকদের প্রায় প্রতিটা ক্ষেত্রেই সরকারকে প্রদান করতে হয় ট্যাক্স (Tax) বা কর। তবে আজ আমরা যে দেশের কথা বলতে চলেছি সেখানে এক টাকাও কর দিতে হয় না নাগরিকদের।
কর (Tax) মুক্ত এক দেশের কথা
এদেশের নাগরিকরা নিজেদের পছন্দমত চাকরি বা ব্যবসা করেন। তবে সেখান থেকে তাদের দিতে হয় না ইনকাম ট্যাক্স। এমনকি জিনিসপত্র কেনাবেচা হলেও সরকারকে প্রদান করতে হয় না ট্যাক্স বা জিএসটি (GST)।এবার মনে প্রশ্ন আসতেই পারে কোন দেশের কথা আলোচনা করছি আমরা? আমরা কথা বলছি ব্রুনেই (Brunei) দেশকে নিয়ে। এই দেশের নাগরিকদের সরকারকে কোনও রকম ট্যাক্স বা কর প্রদান করতে হয় না।
আরোও পড়ুন : প্রকাশ্যে শ্বেতাকে চুমু! রুবেলের জন্মদিনে নায়িকা যা কাণ্ড ঘটালেন…..হাঁ হয়ে গেছেন ফ্যানরাও
আসলে এই দেশের নীতি একটু অন্যরকম। বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এই দেশের প্রশাসনের মূল লক্ষ্য। ব্রুনেই তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ প্রাচুর্যে ভরা একটি দেশ। এই দেশের প্রশাসনকে কর্পোরেট ট্যাক্স দিয়ে থাকে শুধুমাত্র তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থাগুলি। এছাড়াও কর্পোরেট ট্যাক্স দেয় মিউনিসিপাল কর্পোরেশন।
আরোও পড়ুন : কলকাতা টু সিকিম! জাস্ট এক ফ্লাইটেই হয়ে যাবে দুর্দান্ত সফর! পুজোর আগেই বড় উদ্যোগ এই সংস্থার
তবে কর্পোরেশনের আবার এক্তিয়ার নেই সাধারণ মানুষের থেকে কর (Tax) আদায় করার। কর্পোরেশনের অন্যতম একটি কাজ নিজের সম্পত্তি ভাড়া দিয়ে কর্পোরেট ট্যাক্স জোগাড় করা। ট্যাক্স বা জিএসটির বালাই না থাকলেও এই দেশের নাগরিকদের ক্ষেত্রে একটি নিয়ম বাধ্যতামূলক। সেটি হল নাগরিকদের বেতনের ৫ শতাংশ জমা করতে হয় ব্রুনেই সেন্ট্রাল সিকিউরিটি ফান্ডে।
এই ফান্ডের ৩০ শতাংশ টাকা খরচ করা হয় পরিকাঠামো খাতে। বাকি ৭০ শতাংশ টাকা বাজারে খাটিয়ে প্রশাসন নাগরিকদের পেনশনের ব্যবস্থা করে থাকে। নিজস্ব সম্পদ ব্যবহার করে ব্রুনেই তৈরি করতে পেরেছে সোশাল সিকিউরিটি সিস্টেম। এই দেশে রাজার কথাই সর্বশেষ কথা। অনেকেই মনে করেন তেল সমৃদ্ধ দেশ হওয়ায় এখানে মিলেছে ‘কর মুক্তি।’