বাংলা হান্ট ডেস্ক: টাটা গোষ্ঠীর (TATA Group) পাশাপাশি আরও এক ধাক্কা রাজ্যের। হলদিয়া পেট্রো কেমিক্যালসের (HPC) বকেয়া ৩ হাজার ২৮৫ কোটি টাকা না দেওয়ায় জয় পেল দ্য চ্যাটার্জি গ্রুপ (The Chatterjee Group)। হলদিয়া পেট্রো কেমিক্যালসের বকেয়া পরিশোধ না করায় জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে (West Bengal Government)।
ভারতের দুই প্রাক্তন প্রধান বিচারপতি-সহ তিনজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের সমন্বয়ে গঠিত একটি প্যানেল রাজ্য সরকারের উত্থাপিত আপত্তি প্রত্যাখ্যান করে টিসিজি-র পক্ষে রায় দিয়েছে।
সেই রায়ে বলা হয়েছে, হলদিয়া পেট্রো কেমিক্যাল ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে সঞ্চিত আর্থিক ইনসেনটিভ (Incentive) পাওয়ার অধিকারী ছিল৷ ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত এর পরিমাণ ছিল ১০৮৪.৭ কোটি টাকা৷ ট্রাইব্যুনালের ধার্য করা এইচপিএল-এর ১৯ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে সম্পূর্ণ ৩,২৮৫ কোটি টাকা শোধ না করা পর্যন্ত এই সংস্থা কর সুবিধা ভোগ করতে থাকবে। এমনকী, ওই বকেয়া পরিমাণের উপর ৬ শতাংশ সুদও পাবে। সেই সঙ্গে মামলার খরচও দিতে হবে।
দেশের অন্যতম বৃহৎ পেট্রোকেমিক্যালস সংস্থা হলদিয়া পেট্রোকেম ২০১৪ সালে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও পরে চ্যাটার্জি গ্রুপের মালিকানা এবং পরিচালনায় নতুন করে ঘুরে দাঁড়ায় এই সংস্থা। ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর হলদিয়া পেট্রো কেমিক্যালস, দ্য চ্যাটার্জি গ্রুপ এবং রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ২০১৬ সাল থেকে ১৯ বছরে ৩ হাজার ২৮৫ কোটি টাকা হলদিয়া পেট্রো কেমিক্যালসের পাওয়ার কথা। কিন্তু সেই টাকা মেলেনি। ২০১৭-র থেকে ২০২২-এর মার্চ মাস পর্যন্ত ১০৮৪.৭ কোটি টাকা বকেয়া রয়েছে। আর সেই টাকা না মেলাতেই এবার এই রায় দিল ওই প্যানেল।
বাংলায় বিনিয়োগ (Investment in Bengal) করতে রাজি করার প্রস্তাব দেওয়ার পর ইনসেনটিভ দিতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকার বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আইনি বিরোধে আটকে রয়েছে। সেই তালিকায় ছিল দ্য চ্যাটার্জি গ্রুপও।