বাংলা হান্ট ডেস্ক : আমাদের এ দেশে এমন অনেক মানুষ আছেন যাঁরা দু বেলা দু মুঠো খেতে পান না, প্রতিভা থাকার সত্ত্বেও মেধা থাকার সত্ত্বেও পড়াশোনার চাপ না শুধুমাত্র দারিদ্রতার জন্য৷ মেধাবী হওয়ার সত্ত্বেও আর্থিক পরিস্থিতির জন্য উচ্চতর শিক্ষা গ্রহণ করতে অক্ষম হন, পরিবারের লোকজন এক সময়ে পাঁচ থেকে চলে যায় কিন্তু তাঁদেরই ভগবান হলেন মহম্মদ মেহবুব মালিক, যিনি বর্তমানে 40 জন শিশুর অভিভাবক বললে ভুল বলা হয়, তাঁদের শিক্ষার ভার নিয়েছেন ছোট্ট একটি চায়ের দোকানের মালিক মেহবুব৷
নিজের উপার্জনের 80 শতাংশ অর্থ ব্যয় করেন তাঁদের শিক্ষা খাতে৷ সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্টে মোহাম্মদ মেহবুব মালিকের এই অনুপ্রেরণীয় গল্প শেয়ার করেছেন, এমনকি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন৷ নিজের টুইটার অ্যাকাউন্টে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, কানপুরের একজন চা বিক্রেতা মোহাম্মদ মেহেবুব মালিক, যিনি নিজের উপার্জন করা 80 শতাংশ অর্থ 40 জন শিশুর শিক্ষা খাতে খরচ করেন৷
Mohammad Mahboob Malik, a tea seller from Kanpur takes care of education for
40 children. He has a small tea shop and spends 80% of his income on the education of these children. What an inspiration ! pic.twitter.com/H1FTxeYuz7— VVS Laxman (@VVSLaxman281) November 6, 2019
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে মালিক বর্তমানে উত্তরপ্রদেশের কানপুরে সারদা নগরে একটি দরিদ্র শিশুদের স্কুল চালাচ্ছেন যেখানে বিনামূল্যে শিক্ষা প্রদান, স্কুলের পোশাক এবং বই খাতা সমস্তটাই দেওয়া হয়৷ 2015 সাল থেকে শুরু হয়েছে তার পথ চলা, চরম দারিদ্রের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন ছোটবেলা, অর্থের অভাবে শুধুমাত্র বিদ্যালয়ের গণ্ডি পার করেছিলেন তার পর আর পড়াশোনা শেখার সুযোগ হয়নি আর তখন থেকেই তিনি নিজের উপার্জনের টাকা বঞ্চিত শিশুদের খাতে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের মালিক জানিয়েছেন, দেশের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে চেয়েছি, তাই তো দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সমাজের জন্য কিছু করতে চাওয়ার ইচ্ছা আমার মনে বাসা বেঁধেছিল৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার