চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে ফের বিপুল পদে শিক্ষক নিয়োগ! জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জেরে গত বছর এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcuttta High Court)। যার জেরে একধাক্কায় বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সেখানে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরিজীবীর ভাগ্য। এই আবহে সামনে আসছে শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) খবর। জারি হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ (Teacher Recruitment)!

জানা গিয়েছে, ৪৫০০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে ২৯০০টি শূন্যপদ লোয়ার প্রাইমারি বিদ্যালয়ের সহায়ক পদ এবং বাকি ১৬০০টি পদ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হিন্দি শিক্ষক এবং বিজ্ঞান শিক্ষক পদের জন্য। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকেই এমনটা জানা গিয়েছে।

এক্ষেত্রে বলে রাখি, প্রাথমিক শিক্ষা দফতর অসম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে (Teacher Recruitment) এই বিপুল নিয়োগ করবে। সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যালয়গুলিতেই এই নিয়োগ হবে। জানা যাচ্ছে, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। ডিইই, অসম- অসম স্টেট পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে বলে খবর।

আরও পড়ুনঃ পানীয় জল নিয়ে সমস্যা? এবার বাড়ি বসেই জানাতে পারবেন অভিযোগ! বিরাট উদ্যোগ রাজ্যের

ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। চলবে মার্চ মাস অবধি। আগামী ৩১ মার্চ ২০২৫ অবধি আবেদন চলবে বলে খবর।

School teacher recruitment

রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে (Teacher Recruitment) আবেদনের সময় ইচ্ছুক প্রার্থীদের নিজেদের জেলা নির্বাচন করতে হবে। কারণ এই পদগুলি অসমের বিভিন্ন জেলার বিদ্যালয়ের জন্য। এছাড়া কত থেকে কত বছর বয়সি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ডিইই অসম প্রত্যেকটি বিভাগ ও জেলার জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করবে বলে খবর। তার ভিত্তিতেই হবে নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি একবার ভালো করে পড়ে নিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর