চাকরি বাতিল অতীত! এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় ‘আপডেট’! অবশেষে মুখ খুললেন ব্রাত্য

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। কয়েক মাস আগেই এসএসসি দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এর মাঝেই এবার নিয়োগ (Teacher Recruitment) নিয়ে বড় ‘আপডেট’ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

নিয়োগ (Teacher Recruitment) নিয়ে কী বললেন ব্রাত্য?

রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, শিক্ষিকা না থাকার অভিযোগ বহুবার সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে স্কুলে পড়াচ্ছেন একজন শিক্ষক, কোথাও আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক, শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম। যে কারণে প্রভাব পড়ছে পড়াশোনায়। নিয়োগের (Teacher Recruitment) কারণে যে সমস্যা হচ্ছে তা এদিন স্বীকার করে নেন শিক্ষামন্ত্রী।

শনিবার আলিপুরদুয়ারের একটি বিদ্যালয় থেকে সামনে আসে ঠিকভাবে লেখাপড়া না হওয়ার কারণে পড়ুয়ার সংখ্যা ১৬৫। তা খাতায় কলমে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬ জন। এদিকে শিক্ষকের সংখ্যা ১৪ জন। অভিভাবকদের অভিযোগ, চতুর্থ শ্রেণিতে পড়লেও সেখানকার শিক্ষার্থীরা নিজের নামও লিখতে পারে না। পড়াশোনার মান মোটেই ভালো নয়। শিক্ষকদের অবশ্য দাবি, তাঁরা যথাযথ ক্লাস নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ গ্যাস থেকে ব্যাঙ্ক, ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! সমস্যায় পড়ার আগে জানুন

এদিন সরকারি স্কুলে যে সমস্যা রয়েছে তা স্বীকার করে নেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ‘এই রকম সমস্যা যে রয়েছে আমি অস্বীকার করছি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি নিয়োগ করতে পারব, এই সমস্যার সমাধান হবে’।

Bratya Basu teacher recruitment

যদিও এই প্রথম নয়, এর আগেও এমন অভিযোগ সামনে এসেছে। অনেক সময় জানা যায়, অল্প কয়েকজন শিক্ষককে বহু ছাত্রছাত্রীর ক্লাস নিতে হচ্ছে। যে কারণে তাঁরা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। নিয়োগ (Teacher recruitment) নিয়ে প্রায়ই সুর চড়ায় রাজ্যের বিরোধী দলগুলি। এদিকে শিক্ষকরা নিজেদের প্রাপ্য চাকরির দাবিতে আন্দোলন করছেন। নিয়োগ জটিলতা কেটে দ্রুত নিয়োগ হোক, এমনটাই চাইছেন কমবেশি সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর