বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়ে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। শিক্ষক কেলেঙ্কারি মামলায় ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার সায়নীকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে। যদিও ইডির নোটিসের পর থেকেই আর কোনও খোঁজ মেলেনি সায়নীর।
একদিকে প্রশ্নমালা নিয়ে প্রস্তুত ইডি। তবে আদৌ কি হাজিরা দেবেন সায়নী? এই প্রশ্নই এখন উঠে আসছে। কারণ বুধ ও বৃহস্পতি, দুদিনই ভোট প্রচারে দেখা যায়নি তাঁকে। বাতিল করা হয়েছিল তার প্রচার। তবে ঠিক কী কারণে বাতিল করা হয়েছিল সেই নিয়ে কিছু বলা হয়নি।
অন্যদিকে, সূ্ত্র মারফত গতকাল পর্যন্ত জানা গিয়েছে বাড়ির লোক থেকে শুরু করে দলের নেতারাও নাকি যোগাযোগ করতে পারছেন না সায়নীর সাথে। তবে সূত্র মারফত খবর, আজ নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন তিনি। তাঁকে প্রশ্ন করতে প্রস্তুত ৪ জনের একটি দল। বেশ কিছু নথি সঙ্গে নিয়ে তাঁকে যেতে বলা হয়েছে। আর্থিক লেনদেন নিয়ে করা হতে পারে প্রশ্ন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পর কোথাও, কোনও জায়গাতেই দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। বুধবার সকালে সায়নীর বিক্রমগড়ের বাড়িতে গিয়েও তাঁর দেখা পাওয়া যায়নি। যদিও সায়নীর বাবা জানান, “সকাল সাড়ে ৮টায় ও বেরিয়ে গিয়েছে।” সূত্রের খবর রাতেও বাড়িতে ফেরেননি সায়নী।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করেছে ইডি। কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে বলে সূত্রের খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে।
লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এর আগে কুন্তল ঘোষের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সায়নীকে। এই নিয়ে বেশ চর্চাও হয়। যদিও তখন সায়নী জানিয়েছিলেন, তাঁরা দুজনেই তৃণমূল করেন তাই এক মঞ্চে থাকতেই পারেন। এবার ইডি তলবের পর থেকে এই নিয়ে মন্তব্য করা তো দূর, উল্টে নাকি কোনও খোঁজও মিলছে না সায়নীর। তবে অপেক্ষা মাত্র কিছুক্ষনের। তারপরেই কাটবে ধোঁয়াশা।