এবার মহা ফ্যাসাদে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ! তলব করল ED, হাজিরা দিতে হবে এই দিন…

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) নয়া মোড়। ফের একবার শিক্ষক কেলেঙ্কারিতে নাম জড়ালো টলিপাড়ার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সভানেত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni ghosh) তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, শুক্রবার তাঁর ডাক পড়েছে সিজিও কমপ্লেক্সে। সেদিনই দিতে হবে হাজিরা।

সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে।

লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে তলবের নোটিস পাঠিয়েছে ইডি।

saayoni

প্রসঙ্গত, এই প্রথম নয়! নিয়োগ দুর্নীতিতে এর আগেও নাম জড়িয়েছে টলিপাড়ার। এই যেমন কিছুমাস আগে কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছিল অভিনেতা বনি সেনগুপ্তর নাম। কুন্তলের টাকায় গাড়ি কিনে বিপাকে পড়েছিলেন বনি। একাধিকবার তদন্তকারীদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।

যদিও পরে চাপে পড়ে কুন্তলের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা নেতার অ্যাকাউন্টে ফেরত পাঠান অভিনেতা। সেই নিয়েও চর্চার শেষ ছিল না। এরই মধ্যে ফের নাম এল টলিপাড়ার। যদিও সায়নী বর্তমানে তৃণমূল নেত্রী হিসেবে অধিক জনপ্রিয়। এবার এই নিয়ে দুর্নীতির তদন্ত কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর