‘সায়নী…’, এবার তৃণমূল নেত্রীর ED তলব প্রসঙ্গে মুখ খুললেন মানস ভুঁইয়া

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তলব করেছে ইডি। শুক্রবার সকাল ১১টার মধ্যে বিভিন্ন নথি নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে। যা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। এরই মধ্যে এবার সায়নী ঘোষের ইডি তলব প্রসঙ্গে মুখ খুললেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia)।

এদিন সায়নীকে তলব নিয়ে মানসবাবুকে এক সংবাদমাধ্যম তরফে প্রশ্ন করা হলে তিঁনি বলেন, ‘এটা নিয়ে আমি কেন কোনও কথা বলব? এর সঙ্গে আমার কী সম্পর্ক? সায়নী ঘোষ যুব তৃণমূলের সভানেত্রী। এইসব নিয়ে আমাদের দফতরের কোনও ব্যাপার নেই। উনি দলের বিভিন্ন মিটিংয়ে যান। ওই একটা দুটো মিটিংয়ে দেখা হয়।’

sayooni gg

সায়নী ঘোষের ইডির তলবের পেছনে কী কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? এর উত্তরে মানস ভুঁইয়া বলেন, ‘এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা কী করে জানব। এখন তো সবাইকেই নোটিশ পাঠানো হচ্ছে। আমি এখন পুরুলিয়ায় রয়েছি। আমার এই নিয়ে মন্তব্য করার কোনও অবকাশ নেই। এখানে আমার কী বলার আছে!’

প্রসঙ্গত, কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মানস ভুঁইয়া ও সায়নীর একটি ভিডিয়ো বিশাল ভাইরাল হয়েছে। যা নিয়ে সর্বত্র মিমের ছড়াছড়ি। ভিডিয়োটি তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের পিংলার একটি জনসভার।

যেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জনসভায় বক্তব্য রাখার জন্য সায়নীর হাতে মাইক তুলে দেওয়ার সময় একটি বিশেষ শব্দ ব্যবহার করেন মন্ত্রী। এরপর হাতে মাইক নিয়ে মুচকি হেসে মানসের বলা সেই শব্দ ফের বলে তারপর বক্তব্য রাখেন সায়নী। ভিডিওর ওই বিশেষ অংশটি এখন তুমুল ভাইরাল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর