ED-র তলবের পরই উধাও সায়নী ঘোষ! রাতেও ফিরলেন না বাড়ি, এখন কোথায় আছেন নেত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তলব করেছে ইডি। শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার সায়নীকে নোটিস ইডি (ED)। শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে। তবে ইডির নোটিসের পর হঠাতই বাড়িতে নেই তিনি। কোথায় গেলেন নেত্রী?

ইডির নোটিসের পর কোথাও, কোনও জায়গাতেই দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। গতকাল সকালে সায়নীর বিক্রমগড়ের বাড়িতে গিয়েও তাঁর দেখা পাওয়া যায়নি। যদিও সায়নীর বাবা জানান, “সকাল সাড়ে ৮টায় ও বেরিয়ে গিয়েছে।”

সূত্রের মারফত খবর, সায়নী বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সারাদিন বাড়ি ফেরেননি। রাতেও আসেননি বাড়িতে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সায়নীর বাড়ির কেয়ারটেকার লাল্টু জানান, ‘ম্যাডাম নেই। সকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন বলেননি। কখন আসবেন কেউ জানে না।’

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে। কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে বলে সূত্রের খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে।

sayani ed

লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এর আগে কুন্তল ঘোষের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সায়নীকে। এই নিয়ে বেশ চর্চাও হয়। যদিও তখন সায়নী জানিয়েছিলেন, তাঁরা দুজনেই তৃণমূল করেন তাই এক মঞ্চে থাকতেই পারেন। তবে ইডির তলবের পরই নেত্রীর পাত্তা না মেলায় রাজ্য জুড়ে জোর জল্পনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর