বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে ইতিমধ্যেই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এই আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সিবিআই-এর হাতে এসেছে ৭২.৫৯ মিনিটের একটি অডিও রেকর্ডিং। ওই রেকর্ডিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সংস্থার দাবী এই মামলার অন্যতম মূল অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর বেহালার বাড়িতে তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের সাথে বৈঠকে বসেছিলেন চাকরি বিক্রির টাকা নিয়ে দর কষাকষি করার জন্য।
চাকরি (Recruitment Scam) বিক্রির ছক কষে জারি বিজ্ঞপ্তি? বড় তথ্য ফাঁস করে দিল CBI!
প্রাথমিকে চাকরির (Recruitment Scam) নিয়োগ তখনও হয়নি। অভিযোগ তার আগেই কত শূন্য পদে নিয়োগ করা যেতে পারে এবং সেখান থেকে মাথাপিছু কত টাকা নেওয়া যেতে পারে তা নিয়ে বেহালার বাড়িতে বৈঠকে বসে ছিলেন কাকু। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত নেমে সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল এবং শান্তনুকে গ্রেপ্তার করেছিল।
বর্তমানে শান্তনু বাদে বাকি দুজন জামিনে মুক্তি পেয়েছেন। ওই তদন্তের সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছেছে ৭২.৫৯ মিনিটের একটি অডিও রেকর্ডিং। সেখানেই সুজয় কৃষ্ণ ভদ্রের পাশাপাশি শোনা গিয়েছে শান্তনু এবং কুন্তলের কন্ঠস্বর। সেই কন্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: হাতে মাত্র ৩ মাস সময়! তারমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট
সূত্রের খবর, সম্প্রতি ওই অডিও রেকর্ডিং-এর কথোপকথন আদালতে তুলে ধরেছিল কেন্দ্রীয় সংস্থা। সেখানে দাবি করা হয়েছে নিয়োগের আগেই চাকরির ছক কষা হয়েছিল। এমনকি চাকরি বিক্রি (Recruitment Scam) করে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করা হয়েছিল। এছাড়াও ওই সূত্রের দাবি, কালীঘাটের কাকুসহ তিনজন তৃণমূল নেতার বক্তব্য থেকে বারবার উঠে এসেছে কয়েকশো চাকরিপ্রার্থী নাকি সেই টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
সূত্রের দাবি টাকার বিনিময়ে চাকরি (Recruitment Scam) দেওয়ার এই আলোচনায় তিন বক্তার মুখে একাধিকবার শোনা গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। বর্তমানে মানিক বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছে। তবে ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতারের পর থেকে এখনও পর্যন্ত জেলবন্দী রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে পর্যবেক্ষকদের একাংশের দাবি ওই বিতর্কিত অডিও ক্লিপিংসের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র শান্তনু এবং কুন্তলের কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে আগামী দিনে এরা তো বটেই সেই সঙ্গে চাপ বাড়তে পারে আরও একাধিক অভিযুক্তদের।