পার্থর নিরাপত্তারক্ষীর সুবাদে চাকরি পান অনেকেই! সকলকেই জেরা করবে CBI, নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সম্প্রতি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি (ED) এবং পরবর্তীতে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা কর্মীর। এক্ষেত্রে তার ঘনিষ্ঠ দশ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে আর এবার ওই ১০ শিক্ষককেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার মুখোমুখি হতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রথম থেকেই একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের নাম সামনে আসতে থাকে। এক্ষেত্রে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকদের তলব করে সিবিআই। পরবর্তীতে প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। উল্লেখ্য, অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার হওয়ার মামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। তবে এই দুর্নীতি মামলার যোগসূত্র যে আরও গভীরে রয়েছে, তা অতীতেই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর এবার সিবিআইয়ের নজরে উঠে এলো পার্থর নিরাপত্তা রক্ষী এবং তার সুবাদে চাকরি পাওয়া মোট ১০ জন শিক্ষক।

Untitled design 2022 06 24T172114.048

এ দিন এ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা কর্মীর দ্বারা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।” উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁর নিরাপত্তা রক্ষী বিশ্বম্ভর মণ্ডলের নাম সামনে উঠে আসে। এক্ষেত্রে ১০ জনকে বেআইনিভাবে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআইয়ের হাতে একাধিক নয়া তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর