বাজেট অধিবেশন শুরু হতেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, অশান্ত বিধানসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

বাংলা হান্ট ডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার (Assembly) বাজেট (Budget) অধিবেশন। প্রথা মাফিক শোক প্রস্তাব গ্রহণের পর প্রথম দিনের অধিবেশন মুলতুবি হয়ে যায়। ওদিকে বাজেট অধিবেশনের শুরুর দিনই বেনজির বিক্ষোভের সম্মুখীন হল রাজ্য। সভার বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে SLST চাকরিপ্রার্থীরা (SLST Protestors)। নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশবাহিনী।

এইদিন চাকরিপ্রার্থীদের স্পষ্ট দাবি, তাদের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আর তাদের এই ন্যায্য দাবিকে দমিয়ে রাখতে রাজ্য পুলিশ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে তা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করছেন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। আগামী ৮ তারিখ থেকে শুরু হবে বাজেট পেশ। গতবার অধিবেশনে যে অশান্তি শুরু হয় এবার তা এড়াতেই আরও কড়া করা হয়েছে নিরাপত্তা। ব্যারিকেড বসিয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়িয়েছে সরকার।

আরও পড়ুন : আজই ছিল সুপ্রিম কোর্টে শুনানি! DA মামলা নিয়ে বড় আপডেট দিল মামলাকারী সংগঠন, মিলল সুখবর?

সূত্রের খবর, এবার বাজেট অধিবেশন চলাকালীন সময়ে নেতা মন্ত্রীদেরও নিজেদের পরিচয়পত্র দেখিয়ে গেট পার করতে হবে। ইতিমধ্যেই ১৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, বিধায়ক, শাসকদলের মুখ্য সচেতক, উপমুখ্য সচেতক এবং রাজ্য সরকারের সচিবদের জন্য ৬ নম্বর গেট নির্দিষ্ট করা হয়েছে। এই গেট দিয়েই প্রবেশ করবেন তারা।

আরও দেখুন : TRP তালিকায় জায়গা হচ্ছেনা, রাতারাতি বদলে ফেলা হল স্টার জলসার এই নায়িকাকে, মাথায় হাত দর্শকদের

slst protest

তবে দিনই SLST চাকরিপ্রার্থীদের প্রতিবাদের কাছে এই নিরাপত্তাও যে তুচ্ছ তা প্রমাণ করে দিল প্রতিবাদীরা। আন্দোলনকারীদের প্রতিবাদে মুখর হয়ে উঠল বিধানসভা চত্বর। পোস্টার ও ব্যানার হাতে এগিয়ে আসতেই পুলিশ বাহিনীও সক্রিয় হয়ে ওঠে। লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হয় প্রতিবাদীরা। পুলিশের এই পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে বাংলার আম জনতা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর