বাংলা হান্ট ডেস্কঃ বেজায় অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পা ফুলে রয়েছে, হাঁটতেই পারছেন না। বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে যেতে পারেননি নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত পার্থ। কারণ শুনানি কক্ষে যেতে হলে সিঁড়ি চড়তে হত। আর তাতেই পার্থর সমস্যা হচ্ছিল। তাই পরে অভিযুক্তকে হাজির করানোর জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়।
অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়
বৃহ্স্পতিবার ভারচুয়াল শুনানি যোগ দিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান পার্থ। পায়ে প্রচন্ড ব্যাথা, এমনকি হাঁটার মত অবস্থাতেও নেই। পাশাপাশি আদালতের কাছে কাতর আর্জি জানিয়ে জেলে তার ফিজিওথেরাপি বা কিডিনির চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন পার্থ।
আরও পড়ুন: এবার মমতার বিরুদ্ধে থানায় FIR করবেন শুভেন্দু! কবে, কেন? জানিয়ে দিলেন নিজেই
এদিন ফের তিনি আদালতে দাবি করেন যে তিনি প্রভাবশালী নন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা শুনে বিচারক তাকে আশ্বাস দিয়ে বলেন, জেলের নিয়ম অনুযায়ী যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
ভারচুয়াল শুনানিতেই যোগ
বৃহস্পতিবার আদালতে এসেও শুনানি কক্ষে যাওয়া হয়নি পার্থর। সেই অসুবিধার কথা তার আইনজীবী বিচারককে জানালে বিচারক, কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে অভিযুক্তকে হাজিরা করানোর অনুমতি দেন। কোর্ট লকআপে ভিডিও কলের ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু কোর্ট ইন্সপেক্টর জানান, লকআপের ভিতর নেট কানেকশন নেই।
যদিও এরপর বিল্ডিংয়ের বাইরে থেকে নেট কানেক্ট করানোর নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপ কল বা জুম কলে আমি শুনব ওর (পার্থ) যদি কিছু বলার থাকে। আদালতের নির্দেশ মত ভার্চুয়াল শুনানিতেই যোগ দেন পার্থ।
ফের জেল হেফাজত
তবে এদিন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এদিন পার্থর তরফে তার জামিনের আবেদন করা হয়নি। ওদিকে অসুস্থ জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন পার্থ। সেই আবেদন আগেই খারিজ হয়েছিল বিশেষ সিবিআই আদালতে। সবদিক বিবেচনা করে এখনই পার্থর সর্বক্ষণ সহায়কের প্রয়োজন নেই বলে জানিয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকরা।