বাংলাহান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিকে (Higher Secondary Examination) টুকলি করতে বাধা দেওয়ায় আক্রান্ত হলেন প্রধান শিক্ষক (Headmaster)। মহিলা শিক্ষিকাকে করা হল ধাক্কাধাক্কি। ভাংচুর করা হল স্কুলেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদার (Malda) মোথাবাড়ি থানার অন্তর্গত রথবাড়ি হাই স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রথবাড়ি হাইস্কুলে উচ্চমাধ্যমিকে সিট পড়েছিল বাঙ্গিটোলা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আর সেখানেই নকল করছিল পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে, পরীক্ষার্থীদের টুকলি করার বিষয়টি টের পেয়ে যান শিক্ষকরা। এরপর টুকলি করার ক্ষেত্রে বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি কয়েকজনকে টুকলি করতে বাধা দেন। এদের মধ্যে একজন মোবাইল ফোনও নিয়ে এসেছিল।
এরপর তিনি টুকলির কাগজ নিয়ে নিলে পরীক্ষার্থীরা সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরীক্ষা বয়কটের ডাক দেয় তারা। এমনকি তাকে ও অন্যান্য শিক্ষকদের মারধর করা হয় বলেও অভিযোগ। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের বেঞ্চ ও টেবিল ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। রথবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক সমন্বয় সরকার বলেছেন, “পরীক্ষা চলাকালীন কিছু ছাত্র টুকলি করতে গিয়ে ধরা পড়ে।”
টুকলিতে বাধা দেওয়ার জের, প্রধান শিক্ষককে হেনস্থা, স্কুলে ভাঙচুর মালদার স্কুলে! pic.twitter.com/ZNqeJj6WWF
— Bangla Hunt (@BanglaHunt) March 17, 2023
পাশাপাশি, প্রধান শিক্ষকের সংযোজন, “পরীক্ষার্থীদের কাছ থেকে টুকরির কাগজ নিয়ে নেওয়া হলে তারা রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আমার উপর আক্রমণ করে। এমনকি এক মহিলার শিক্ষাকেও মারধর করতে যায় তারা। এই ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে পুলিশ ও বিডিওর সাহায্যে পরিস্থিতি সামান্য আয়ত্তে আসে। আগামী দিনের পরীক্ষা গুলি আমরা কিভাবে নেব সেই বিষয়ে চিন্তায় রয়েছে।”