শিক্ষক দিবস কে হাতিয়ার করে শিক্ষকদের কাছে টানার প্রক্রিয়া রাজ্য সরকারের

 

বাংলা হান্ট ডেস্ক ঃ শিক্ষক বিদ্রোহের কাহিনী কয়েকদিন ধরেই চলে আসছে। বর্তমানে শিক্ষকদের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো না বললেই চলে। তাই শিক্ষকদের বিদ্রোহ রুখতে শিক্ষকদিবস কেই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ হাজার শিক্ষককে জমায়েত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠক থেকে সেরা বিদ্যালয়ের শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার পাশাপাশি শিক্ষক সমস্যা সমাধানে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯ এর লোকসভা ভোটের পর কিছুটা হলেও ভীত নড়ে গিয়েছে তৃণমূলের। সে কারণে ২০২১ এর বিধানসভা ভোটে নিজেদের জায়গা ফেরাতে মরিয়া তৃণমূল সরকার। সে কারণেই নির্বাচনের কথা মাথায় রেখে শিক্ষকদের কাছে টানতে ঐদিন বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে ধারণা রাজনৈতিক মহলের।

Mamata Banerjee PTI
স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সব সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী সেদিন কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা শিক্ষক মহল।


সম্পর্কিত খবর