বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) বাতিল হয়ে গিয়েছে ২০১৬ র গোটা প্যানেলটাই। সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের রায়ের পরেই কার্যত মাথায় হাত পড়ে চাকরিহারাদের। তাঁদের মধ্যে তিন জন গত বুধবার থেকে সল্টলেকে এসএসসি (SSC Scam) ভবনের সামনে অনশন বিক্ষোভে বসেন। যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন করেন তাঁরা। রবিবার অনশন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেও আচমকাই ফের সিদ্ধান্ত বদল করলেন চাকরিহারা শিক্ষকরা।
অনশন প্রত্যাহার করেও সিদ্ধান্ত বদল এসএসসি (SSC Scam) চাকরিহারাদের
গত বুধবার রাত থেকে অনশন বিক্ষোভ শুরু করেছিলেন চাকরিহারাদের মধ্যে থেকে তিন জন। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে একটি বৈঠক হয় চাকরিহারা (SSC Scam) শিক্ষকদের নিয়ে। এরপর রবিবার আচমকাই অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তাঁরা। বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করেই অনশন বিক্ষোভ প্রত্যাহার করেন চাকরিহারা তিন শিক্ষক।
কী জানান অনশনরত শিক্ষকরা: তবে এবার আবার সিদ্ধান্ত বদল করেছেন তাঁরা। জানানো হয়, আপাতত অনশন স্থগিত রাখা হয়েছে। পরে ফের অনশনে বসবেন তাঁরা। অনশন প্রত্যাহারের বিষয়ে চাকরিহারা অনশনকারী শিক্ষক প্রতাপ কুমার সাহা বিষ্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এখন বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী দাপাদাপি করছে। পুলিশের অব্যবস্থাও চরমে। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কথা বলে আপাতত অনশন স্থগিত রাখার কথা জানিয়েছেন তাঁরা।
আরো পড়ুন : অশান্তির জেরে গ্রেফতার ১৫০, টহল দিচ্ছে আধাসেনা, আজ কেমন আছে সামশেরগঞ্জ-ধুলিয়ান?
বড় ঘোষণা চাকরিহারাদের: যোগ্যদের (SSC Scam) তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেছিলেন তিন চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়, সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহা। অনশন স্থগিত রাখার কথা বলে প্রতাপ অভিযোগ করেন, তাঁদের মাথার উপরে ত্রিপলটুকু নেই। পুলিশ প্রশাসন কেউ সহযোগিতা করছে না। বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী দাপাদাপি করছে।
আরো পড়ুন : মমতার গ্রেফতারি আটকেছে CPM, এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার বড় দাবি শুভেন্দুর
তিনি আরো জানান, আন্দোলনকারীদের একাংশের তরফে সিবিআইকে ইমেল করে ওএমআর শিটের মিরর ইমেজ চাওয়া হয়েছে। ১৫ এপ্রিল সেই ইমেজ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। অনশনকারী শিক্ষকরা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, আপাতত আন্দোলন স্থগিত করলেও এবার জেলায় জেলায় আন্দোলন হবে। গণস্বাক্ষর সংগ্রহ করবেন তাঁরা। আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।