বরাদ্দই নেই! বন্ধ হয়ে যাবে মিড-ডে মিল? ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

বাংলা হান্ট ডেস্কঃ মিড-ডে মিল (Mid-Day Meal) নিয়ে বিতর্কের শেষ নেই! কখনও খাবারের মান নিয়ে প্রশ্ন, কখনও আবার অভিযোগ মিড-ডে মিল-এ দুর্নীতি নিয়ে। বিগত কিছু বছরে নানা অভিযোগে বহুবার সংবাদ শিরোনামে এসেছে মিড-ডে মিল। আর এবার নয়া বিতর্ক। মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে এ বার ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা (Teachers)। কেন বরাদ্দ বাড়ানো হচ্ছে না তা নিয়ে উঠছে অভিযোগ।

বরাদ্দ না বাড়ায় ক্ষুব্ধ শিক্ষকরা

তাদের দাবি, শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির।তবে বরাদ্দ সেই একই আছে। এক পয়সাও বরাদ্দ বাড়ায়নি কেন্দ্র। রাজ্য সরকারও এই নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে। এই মূল্যবৃদ্ধির মাঝে বাচ্চাদের পাতে পুষ্টিকর খাবার দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটছে শিক্ষকদের।

বহু বছর আগে স্কুলের পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল মিড ডে মিল স্কিম। স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্মিড ডে মিলে (Mid Day Meal) মরসুমি ফল, বিশুদ্ধ জল সহ বিভিন্ন রকম খাবার দেওয়ার কথা উল্লেখ রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ সালে। তবে কেন্দ্র বরাদ্দ না বাড়ানোয় পড়ুয়াদের মুখে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার তুলে দেওয়াটাই কঠিন হয়ে পড়ছে শিক্ষকদের কাছে।

মিড ডে মিল স্কিমে বরাদ্দ বৃদ্ধির দাবি তুলে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এক প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে বলেন, “তিন বছর হতে চলল মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে না। রোজ পড়ুয়াদের মুখে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবিলম্বে প্রাথমিকে ন্যূনতম ১০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১৫ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হোক।” এখানে বলে রাখি, বর্তমানে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা।

উল্লেখ্য, গত বারের তুলনায় কিছুটা বেড়েছে মিড-ডে মিলে (Mid Day Meal) বরাদ্দ তবে তা ২০২২-২৩ সালের তুলনায় কম। কিছু মাস আগে এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, মিড-ডে মিল বাবদ ১২৪৬৭.৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানিয়ে রাখি, ২০২৩-২৪-এ প্রথমে ১১৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে পড়ে তা সংশোধিত বাজেটে কমিয়ে ১০,০০০ কোটি করা হয়।

mid day meal scam controversy in sandeshkhali

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০,০০০! দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের

এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে মিড-ডে মিলে বরাদ্দ ছিল ১২৬৮০.৯৭ কোটি টাকা। যেখানে দু’বছরে ভোজ্য তেল থেকে শুরু করে সবজি, ডিম, রান্নার গ্যাস সবেরই দাম বেড়েছে সেখানে বরাদ্দ কেন কমানো হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই বিষয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকাতেও প্রশ্ন তুলে বলেন, রাজ্য সরকার হাজার হাজার কোটি টাকা অপচয় করতে পারছে অথচ মিড-ডে মিলে কিছু অতিরিক্ত টাকা খরচা করছে না।” চড়া মূল্যবৃদ্ধির বাজারে এই প্রকল্পের ভবিষ্যত নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর