বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে কোনো সুরাহা হয়নি। সর্বোচ্চ আদালতে এখনও ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। এরই মাঝে শিক্ষকদের (Teachers) ভাতা (Allowance) সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। যা দেখে উড়লো রাতের ঘুম।
শিক্ষকদের (Teachers) জন্য ১৩ দফা শর্ত
এইচআরএ (হাউজ রেন্ট অ্যালাওয়েন্স) পেতে গেলে এবার থেকে শিক্ষকদের মানতে হবে ১৩ দফা শর্ত। এতদিন ধরে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন শিক্ষক-শিক্ষিকারা। এমনটাই দাবি শিক্ষা দপ্তরের। তবে এ বার শুরু কড়াকড়ি। নির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় পদক্ষেপ।
কী কী শর্ত আরোপ করা হল?
বাড়ি ভাড়া ভাতা পেতে গেলে এ বার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম ৫০ কিলোমিটারের বেশি হতে হবে বলে জানিয়েছে রাজ্য। পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে, সেই বিষয়ও নির্দিষ্টভাবে জানাতে হবে।
এখানেই শেষ নয়, শিক্ষক (Teachers) বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা হন, তারও প্রমাণপত্র দিতে হবে। বাড়ি ভাড়া করলে সেই প্রমাণ বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ। এতদিন এই ধরণের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ছাড়াই এই বাবদ টাকা পেতেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: মোটা মাইনে! ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কাদের খুলছে কপাল?
জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী স্বামী- স্ত্রী উভয়েই যদি ৫০ কিলোমিটারের মধ্যে চাকরি করেন, সে ক্ষেত্রে এইচআরএ বাবদ সর্বোচ্চ ১২ হাজার টাকা পেতে পারেন। যদি দুজনে পৃথক জায়গায় থাকেন এবং কর্মস্থলের দূরত্বও অনেকটা হয়, সেক্ষেত্রে তারা পৃথক ভাবে ১২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেতে পারেন।