শিক্ষকদের বেতন বাড়ার দাবি নিয়ে হতে পারে পুজোর আগেই বিক্ষোভ।

 

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় বেকারত্ব এবং শিক্ষকদের পর্যাপ্ত বেতন না দাওয়ায় বিক্ষোভবারংবার হয়েছে বাংলায়। শিক্ষক নিয়োগের জন্য টানা এক মাস এস এস সি প্রার্থীদের বিক্ষোভ এবং অনশনের সাক্ষী থেকেছে তিলোত্তমা। শিক্ষক দের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হোয়েছে অনেকদিন।কিন্তু তার পরও বাড়েনি বেতন৷ বর্ধিত বেতন না পেয়ে কম্পিউটার শিক্ষকদের একাংশ এবার পুজোর মুখে বড় আন্দোলন কর্মসূচিতে নামছেন, এমনটাই জানিয়েছেন তারা।বর্ধিত বেতনের দাবিতে এবার নিয়োগ সংস্থার কর্তাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে নামছেন শিক্ষকদের একাংশ৷

IMG 20190917 191323

কম্পিউটার শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, গত ১৪ আগস্ট আইসিটি কম্পিউটার শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে৷ সেখানে কম্পিউটার শিক্ষকদের মাসিক বেতন ১০ হাজার টাকা করার কথা বলা হলেও সেই নির্দেশ কার্যকর হচ্ছে না৷ আর তারই প্রতিবাদে  বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরের পাশাপাশি সেই সমস্ত আধিকারিকদের এবার বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হবে৷ পুজোর মুখে বর্ধিত বেতন না পেয়ে কম্পিউটার শিক্ষকদের এই আন্দোলন । অবিলম্বে ১৪ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি কার্যকর করার দাবিও তোলা হয়েছে৷

সম্পর্কিত খবর